জন্ডিসের লক্ষণ কি জেনে নিন
জন্ডিসের লক্ষণ কি জেনে নিন – জন্ডিস রোগটির নাম সকলের কাছেই পরিচিত। বিভিন্ন কারণে এই রোগটি দেখা দিতে পারে। এই রোগের চিকিৎসার জন্য সুনির্দিষ্ট কোন চিকিৎসা নেই বললেই চলে। তবে ডাক্তারের পরামর্শ মেনে চললে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। জন্ডিসের আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা আরম্ভ করতে হবে। অবহেলা করে ফেলে রাখা যাবে না। এই রোগকে অবহেলা করলে বিপদ হতে পারে। এমনকি মৃত্যু ঘটতে পারে। তাই জন্ডিসের লক্ষণ কি এবং জন্ডিস হলে কি কি সমস্যা দেখা দিতে পারে তা জানা অত্যন্ত জরুরী। আজকের আর্টিকেলে জন্ডিসের লক্ষণ কি, জন্ডিস কি, জন্ডিস কত প্রকার ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব।
জন্ডিস
এটি একটি পানিবাহিত ভাইরাস ঘটিত রোগ। যদিও জন্ডিস কে একটি রোগ বলা হচ্ছে আসলে জন্ডিস কোন রোগ নয়। জন্ডিস একটি রোগের লক্ষণ মাত্র।জন্ডিস হলে রক্তে বিলরুবিনের মাত্রা মাত্রা বেড়ে যায়। লিভারের বিভিন্ন জটিলতার কারণে জন্ডিসের লক্ষণ দেখা দেয়।
আরও পড়ুনঃ
- কিডনি রোগের লক্ষণ ও প্রতিকার
- টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির ব্যায়াম
- ব্যায়াম না করে ওজন কমানোর উপায় জেনে নিন
- প্রাকৃতিক উপায়ে ডায়াবেটিস চিকিৎসা করতে ফাংশনাল ফুড কার্যকরী
- ব্যায়াম করার সঠিক সময় কখন? জেনে নিন
- টেস্টোস্টেরন হরমোন প্রাকৃতিকভাবে বৃদ্ধি করার উপায়
- সিজারের দাগ দূর করার ঘরোয়া উপায়
- খুশকি দূর করার উপায়
- চোখ ওঠা রোগের লক্ষণ, প্রতিকার ও করণীয়
- ওজন বাড়ানোর সহজ উপায় গুলো জেনে নিন
- ওজন কমানোর উপায় জেনে নিন
- উচ্চতা অনুযায়ী ওজন কত হওয়া উচিত
জন্ডিস কেন হয়
রক্তে যদি বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় তাহলে জন্ডিসের লক্ষণ দেখা দেয়।
জন্ডিসের প্রধান কারণ হচ্ছে লিভারের রোগ। বিভিন্ন কারণে লিভার রোগ আক্রান্ত হতে পারে। এদের মধ্যে একটি কারণ হচ্ছে ভাইরাল হেপাটাইটিস।
ভাইরাল হেপাটাইটিস হচ্ছে হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই ভাইরাস যা লিভারে প্রদাহ সৃষ্টি করে।
বাংলাদেশ সহ সারা বিশ্বেই এই হেপাটাইটিস ভাইরাসগুলি হচ্ছে জন্ডিসের প্রধান কারণ। জন্ডিসের আরেকটি অন্যতম প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত মদ্যপান।
এছাড়া থ্যালাসিমিয়া ও হিমোগ্লোবিনের ই ডিজিজের কারণে জন্ডিস হতে পারে। তাছাড়া বংশগত কারণে এবং অটোইমিউন ডিজিজের কারণে জন্ডিস হতে পারে।
যে সকল রোগে রক্ত ভেঙ্গে যায় সে সকল রোগের জন্যও জন্ডিস হয়ে থাকে।
তাছাড়া বিভিন্ন ওষুধের প্রতিক্রিয়া এবং লিভার বা শরীরের অন্য কোথাও ক্যান্সার হলে জন্ডিস হয়।
জন্ডিস কত প্রকার
সাধারণত জন্ডিস তিন প্রকার হয়। যথা –
১। হেপাটোসেলুলার জন্ডিস
২। প্রিহেপাটিক জন্ডিস
৩। পোস্ট হেপাটিক জন্ডিস
জন্ডিসের লক্ষণ কি
যদি কেউ জন্ডিসের আক্রান্ত হয় তাহলে কয়েকটি লক্ষণ দেখেই বোঝা যাবে। জন্ডিসের প্রধান প্রধান লক্ষণ গুলো নিচে উল্লেখ করা হলো।
১। ওজন হ্রাসঃ যকৃত আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। যকৃত বা লিভার হজম প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন কারণে লিভার ক্ষতিগ্রস্ত হলে চল্লিশের লক্ষণ দেখা দেয়। লিভার ক্ষতিগ্রস্ত হলে খাওয়ার রুচি কমে যায়। খাওয়ার প্রতি অনিহা দেখা দেয় এবং ধীরে ধীরে ওজন কমতে থাকে।
২। চোখ হলুদ হয়ে যাওয়াঃ জন্ডিসের একটি অন্যতম প্রধান লক্ষণ হলো চোখ হলুদ হয়ে যাওয়া। লিভারে অতিরিক্ত পিত্ত জমা হয়ে থাকে ফলে চোখ হলো চলে যায়।
৩। ত্বক হলুদ হয়ে যাওয়াঃ ত্বক হলুদ হয়ে যাওয়ার জন্ডিসের আরেকটি লক্ষণ। লিভারে হলুদ রঙ্গের পিত্ত জমা হয় বলে তখন হলুদ হয়ে যায়।
৪। পেটে ব্যথাঃ জন্ডিস হলে মাঝে মাঝে পেটে ব্যথা হয়। ডানদিকে পাঁজরের নিচে সর্বক্ষণ ব্যাথা হতে পারে। এরকম সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
৫। প্রসাবের রং হলুদ হয়ে যাওয়া।
৬। শারীরিক দুর্বলতা।
৭। বমি হওয়া অথবা বমি বমি ভাব হওয়া।
৮। চুলকানি হওয়া।
৯। ক্ষুধামন্দা দেখা দেওয়া।
১০। যকৃত শক্ত হয়ে যাওয়া।
১১। জ্বর জ্বর অনুভব হতে পারে অথবা কাপুনি দিয়ে জ্বর আসতে পারে।
১২। অনেক ক্ষেত্রে পায়খানা সাদা রং ধারণ করতে পারে।
আশা করি আজকের পোস্টটি পড়ে আপনি জন্ডিসের লক্ষণ, জন্ডিস কি , জন্ডিস কেন হয় তা জানতে পেরেছেন। জন্ডিসের লক্ষণ গুলো পড়ে আপনি জন্ডিসে আক্রান্ত হয়েছেন কিনা তা বুঝতে পারবেন। এছাড়া আর্টিকেলটি সুস্থ জীবন যাপনে আপনাকে সহায়তা করবে। উল্লেখ্য যে উপরোক্ত লক্ষণ গুলো দেখা দিলে আপনি চিকিৎসকের পরামর্শ নিবেন এবং ওষুধ সেবন করবেন।