মোবাইল এর বাংলা কি? ৯৯% মানুষ সঠিক উত্তর জানে না
মোবাইল এর বাংলা কি? ৯৯% মানুষ সঠিক উত্তর জানে না – সময়ের অবস্থার সাথে তাল মিলিয়ে আমরা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করছি। এর মধ্যে একটি উল্লেখযোগ্য ডিভাইস হলো মোবাইল ফোন। আজকাল ছোট বড় সবাই মোবাইল ফোন ব্যবহার করে। তবে অনেকেই জানে না মোবাইল এর বাংলা কি? তাই আজকের পোস্টে মোবাইল ফোন সম্পর্কে তথ্য উপস্থাপন করা হয়েছে। আজকের আর্টিকেল থেকে আপনি জানতে পারবেন মোবাইল ফোনের বাংলা অর্থ কি এবং এর কার্যকারিতা, ইতিহাস, ব্যবহার এবং বাংলাদেশের মোবাইল ফোনের বিকাশের ইতিহাস।
মোবাইল এর বাংলা কি
Mobile শব্দের বাংলা অনুবাদ হল মুঠোফোন। যদিও এই শব্দটি অনেকের কাছে পরিচিত নয়। মুঠো ফোনের অর্থ হলো হাতের মুঠোয় নিয়ে ব্যবহার করা যায় অর্থাৎ এটি সহজে বহনযোগ্য।
মোবাইল ফোন কী কাজ করে?
১। মোবাইল ফোন বর্তমানে সময়ে মানুষের কাছে একটি অপরিহার্য ইলেকট্রনিক ডিভাইস। এর মাধ্যমে যেকোনো ধরনের যোগাযোগ সম্ভব এবং এটি বিশ্বের যে কোন প্রান্তে নিয়ে গিয়ে সেখানকার মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়।
২। মোবাইল ফোনে কথা বলার জন্য বেতার তরঙ্গ এবং কম্পিউটার প্রযুক্তি ব্যবহৃত হয়। যার ফলে যেসব মোবাইলে অন্যান্য সেবা যেমন এসএমএস, এমএমএস, ইমেইল, ইন্টারনেট সেবা, ইনফ্রা-রেড, ব্লুটুথ, ক্যামেরা, গেমিং এবং বিভিন্ন ব্যবসায়িক সফটওয়্যার দেওয়া সম্ভব হয়েছে যেসব মোবাইল ফোন এই সেবা এবং সাধারণ কম্পিউটার সুবিধা প্রদান করে সেগুলোকে স্মার্টফোন বলা হয়।
আরও পড়ুনঃ
ফেসবুক কি? ফেসবুক ব্যবহারের সুবিধা ও অসুবিধা
মোবাইল ফোনের ইতিহাস
সেলুলার ফোনের প্রাথমিক ব্যবহার শুরু হয়েছিল জাহাল এবং ট্রেনের এনালক রেডিও যোগাযোগের মাধ্যম। motorola কোম্পানির ডক্টর মার্টিন কুপার এবং জন ফ্রান্সিস মিসেলকে প্রথম মোবাইল ফোনের উদ্ভাবক হিসেবে পরিচিতি দেওয়া হয়। ১৯৭৩ সালের এপ্রিল মাসে তারা প্রায় ২ কেজি ওজনের মোবাইল ফোন ব্যবহার করে সর্বপ্রথম কল করতে সক্ষম হন। ১৯৮৩ সালে প্রথম মোবাইল ফোনের বাণিজ্যিক সংস্করণ বাজারে আসে। এই ফোনের নাম ছিল মোটোরোলা ডায়না TAC 8000x
ব্যবহারের প্রসারণ
মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা খুব দূরত্ব বেড়ে চলেছে। ১৯৯০ থেকে ২০১১ সাল পর্যন্ত মাত্র ২১ বছরের মধ্যে সারা বিশ্বের মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১২.৪ মিলিয়ন থেকে ৬ বিলিয়ন হয়ে গেছে। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৮৭% মোবাইল ফোন ব্যবহার করে।
বাংলাদেশের মোবাইল ফোন
বাংলাদেশের মোবাইল ফোনের ব্যবহার প্রথম শুরু হয় ১৯৯৩ সালের এপ্রিল মাসে। হাচিনসন বাংলাদেশ টেলিকম লিমিটেড ( এইচবিটিএল ) ঢাকার AMPS মোবাইল প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোন সেভার অভিযান চালায়।
বর্তমান অবস্থা
বাংলাদেশের বর্তমানে চারটি মোবাইল ফোন কোম্পানি রয়েছে। এদের মধ্যে চারটি জিএসএম প্রযুক্তির সেবা প্রদান করে। এবং একটিএবং একটি সিডিএমএ প্রযুক্তির সেবা প্রদান করে যা বর্তমানে বন্ধ আছে। সব জিএসএম মোবাইল কোম্পানি ২০১৩ সাল থেকে তৃতীয় প্রজন্মের থ্রিজি সেবা চালু করেছে। মোবাইল অপারেটরদের মধ্যে একমাত্র টেলিটক রাষ্ট্র আয়ত্ত কোম্পানি। বর্তমানের রবি ও এয়ারটেল একীভূত হয়ে রবি নামে পরিচিত হচ্ছে। মোবাইল নম্বর গুলো ০১ দিয়ে শুরু হয়। কান্ট্রি কোডসহ নম্বরটি হয় +৮৮০১********। দেশে মোবাইল নম্বরের কাঠামো ১১ ডিজিটের।
আরও পড়ুনঃ
জিমেইল অ্যাপে গুগলের নীল টিক যুক্ত হচ্ছে
ফোন কোম্পানি গুলোর কোড:
সিটি সেলঃ ০১১ (সিডিএমএ) যা বর্তমানে বন্ধ।
রবিঃ ০১৮ (পূর্বে একটেল)
এয়ারটেল (বাংলাদেশ) : ০১৬ ( ওয়ারিদকে কিনে নেয়),বর্তমানে রবি আজিয়াটা লিমিটেডের অধীনে পরিচালিত।
গ্রামীণফোনঃ ০১৭, ০১৩
বাংলালিংকঃ ০১৯ এবং ০১৪ ( সেবাওয়ার্ল্ডকে কিনে নেয়)
টেলিটকঃ ০১৫
বিটিআরসির তথ্য অনুসারে ২০০৩ সালের নভেম্বর মাসে বাংলাদেশের মোবাইল সিমের গ্রাহক সংখ্যা ছিল 19 কোটি 36 লাখ। এর মধ্যে গ্রামীনফোনের গ্রাহক ছিল ৮ কোটি ২১ লাখ ৪০ হাজার, রবির গ্রাহক ছিল ৫ কোটি ৮৩ লাখ ৮০ হাজার, বাংলালিংকের গ্রাহক ছিল ৪ কোটি ৩৩ লাখ ৮০ হাজার এবং টেলিটকের গ্রাহক ছিল ৬৪ লাখ ৬০ হাজার।
মোবাইল ফোন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
১। মোবাইলের বাংলা শব্দ কি?
মোবাইল ইংরেজি শব্দ। ইংরেজি মোবাইল এর বাংলা অর্থ হল চলমান বা ভ্রাম্যমাণ। অর্থাৎ যা সহজে বহনযোগ্য এবং স্থান পরিবর্তন করতে সক্ষম।
২। মোবাইল ফোন আবিষ্কার করেন কে?
মোবাইল ফোন আবিষ্কার করেন মার্টিন কুপার। মার্টিন কুকুরের জন্ম ২৬ ডিসেম্বর ১৯২৮। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত আবিষ্কারক। তাকে মোবাইল ফোনের জনক হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি দেওয়া হয়েছে।
৩। মোবাইল ফোনের সুবিধা গুলি কি কি?
মোবাইল ফোন বর্তমান যুগের জন্য একটি অপরিহার্য ইলেকট্রনিক ডিভাইস। এটি সব ধরনের যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় এবং পৃথিবীর যেকোনো স্থানে নিয়ে যাওয়া যায়। মোবাইল ফোনে কথা বলার জন্য বেতার তরঙ্গের সাথে কম্পিউটার প্রযুক্তি ব্যবহৃত হয়।
৪। মোবাইল ফোন কত সালে আবিষ্কৃত হয়?
১৯৭৩ সালে প্রথম মোবাইল ফোন নিউইয়র্কে তৈরি হয়। ইঞ্জিনিয়ার মার্টিন কুপার এই মোবাইল ফোন ডিজাইন করেন। তাই মার্টিন কুপার কে মোবাইল ফোনের উদ্ভাবক বলা হয়।
৫। প্রথম স্মার্ট ফোন কোনটি?
১৯৯২ সালে তৈরি হওয়া সাইমন পার্সোনাল কমিউনিকেটর যা আধুনিক স্মার্টফোনের অনেক বৈশিষ্ট্য ধারণ করে। এর মধ্যে একটি টাচ স্ক্রিন রয়েছে।
শেষ কথা
মোবাইল ফোন আমাদের জীবনের অপরিহার্য গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। মোবাইল ফোন ব্যবহার করো না এমন মানুষ খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন একটি কাজ। কিন্তু অনেকেই জানে না মোবাইল ফোনের বাংলা অর্থ কি। আশা করি আজকের আর্টিকেল থেকে আপনি মোবাইল ফোন সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পেরেছেন এবং মোবাইল ফোনের বাংলা অর্থ কি তা জানতে পেরেছেন।
আরও পড়ুনঃ