জিমেইল অ্যাপে গুগলের নীল টিক যুক্ত হচ্ছে
জিমেইল অ্যাপে গুগলের নীল টিক যুক্ত হচ্ছে – সাইবার অপরাধীরা বিভিন্ন ইমেইল পাঠিয়ে gmail ব্যবহারকারীদের সাথে প্রতারণা করে থাকে। তাই জিমেইল ব্যবহারকারীদের সাইবার হামলা থেকে নিরাপদ রাখার জন্য google একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। আর সেটি হচ্ছে ইমেইল নিরাপত্তা বাড়ানোর জন্য Google Gmail অ্যাপে নীল টিক যোগ করবে।
নীল টিক যাচাই করণ সুবিধা যোগ করা হলে gmail গ্রাহকরা সহজেই যে ইমেইল পাঠিয়েছে তার সঠিক পরিচয় জানতে পারবেন। আর এতে করে আপনি ফিশিং আক্রমণ থেকে নিরাপদ থাকতে পারবেন।
গুগলের মতে, ব্লু টিক আইডেন্টিফিকেশন ফিচারটি হচ্ছে জিমেইলের ব্রান্ড ইন্ডিকেটর ফর মেসেজ আইডেন্টিফিকেশন অর্থাৎ BIMI এর অংশ। আর BIMI সুবিধাতে ইমেইলে যে কোন প্রতিষ্ঠানের ব্রান্ডের লোগো প্রদর্শনের সুবিধা রয়েছে। ফলে প্রাপক ইমেইল ঠিকানার পাশে কোম্পানির লোগো দেখে লোকের পরিচয় নিশ্চিত হতে পারবেন।
যেসব প্রতিষ্ঠানে BIMI সুবিধা চালু আছে তারা এই মেইল পাঠালে স্বয়ংক্রিয়ভাবে একটি নীল টিক পাবে। প্রেরকের পরিচয়, কোম্পানির ডোমেইন এবং প্রোফাইল ছবি সহজেই ইমেইল প্রেরকের নামের পাশে নীল টিকটিতে ট্যাপ করে যাচাই করা যাবে।
2021 সালে প্রথম এই সুবিধাটি Gmail এর ওয়েব সংস্করণ ব্যবহারকারীদের জন্য খোলা হয়েছিল। এখন জিমেইল আপের জন্যও এই ফিচারটি চালু করা হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই জিমেইল অ্যাপে গুগলের নীল টিক ফিচার যুক্ত হতে পারে।
ব্যক্তিগত এবং Google Workspace Gmail ব্যবহারকারী উভয়ই এই বিশেষ সুবিধাটি ব্যবহার করতে পারবেন।
সাইবার অপরাধীরা সাধারণত জালি মেইল পাঠায় এবং মেলায় আক্রমণ সহ বিভিন্ন ধরনের প্রতারণা করে থাকে। তাদের পাঠানো ইমেইলে ক্ষতিকারক লিংকে ক্লিক করলে ম্যালওয়ার কম্পিউটারে প্রবেশ করে এবং তথ্য চুরি করে। জিমেইল অ্যাপে বুলুটি ক সুবিধা যুক্ত করা হলে এ ধরনের সাইবার হামলা থেকে আমরা সকলে নিরাপদ থাকতে পারবো।
আরও পড়ুনঃ
- Gmail যুগ শেষ করবে Xmail? এক্সমেইলে কী সুবিধা থাকছে জেনে নিন
- এন্ড্রয়েড ফোনে প্যাটার্ন লক দিয়েছেন? বিপদ এড়াতে করণীয় জেনে নিন
- ইমেইল পাঠানোর পর তা ফিরিয়ে আনার উপায় (জিমেইল)
- গুগল ড্রাইভ কি এবং কিভাবে ব্যবহার করব?
- ISP এর পূর্ণরূপ কী? ISP কীভাবে কাজ করে?
- NFC কি? NFC কিভাবে কাজ করে?
- গুগল ফটোসের স্টোরেজ ক্লিয়ার করার উপায়
- ন্যানোটেকনোলজি কি? এর ব্যবহার ও সুবিধা-অসুবিধা
- জিমেইল আইডি কিভাবে খুলবো?
- VPN কি? VPN ব্যবহারের সুবিধা ও অসুবিধা কি কি?
- গুগল ম্যাপে কিভাবে লোকেশন এড করব
- কলয়েড কি? কলয়েডের বৈশিষ্ট্য