জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে কী করবেন
জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে কী করবেন – বর্তমানে প্রায় প্রত্যেক ব্যক্তির জিমেইল একাউন্ট রয়েছে। আমরা বিভিন্ন প্রয়োজনে জিমেইল একাউন্ট ব্যবহার করে থাকি। অনেক সময় আমরা জিমেইল পাসওয়ার্ড ভুলে যায়। আর জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে আমাদেরকে বেশ সমস্যায় পড়তে হয়। জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে আমরা কোন ডিভাইস থেকে জিমেইল অ্যাকাউন্ট লগইন করতে পারেনা। তখন আমরা জিমেইল একাউন্টের পাসওয়ার্ড কিভাবে ফিরে পাওয়া যায় বা পাসওয়ার্ড রিসেট করা যায় সে সম্পর্কে অনলাইনে অনুসন্ধান করে থাকি। চিন্তার কোন কারণ নেই আপনি খুব সহজে জিমেইল একাউন্টের পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।এজন্য আপনাকে কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে।আর জিমেইলের পাসওয়ার্ড রিসেট করার প্রক্রিয়া খুবই সহজ।
জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে কী করবেন
অনেকেই জানেন না জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন বা কিভাবে পাসওয়ার্ড রিসেট করবেন। যদিও পাসওয়ার্ড রিসেট করার প্রক্রিয়াগুলো অনেক সহজ। চলুন দেখে নেওয়া যাক g-mail পাসওয়ার্ড কিভাবে রিসেট করবেন।
- প্রথমে আপনাকে https://accounts.google.com/ এ প্রবেশ করতে হবে।
- এরপর আপনার জিমেইল বা মোবাইল নম্বর লিখতে হবে।
- তারপর Forgot password এ ক্লিক করতে হবে।
- আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে যদি ইতোমধ্যে একটি গুগল একাউন্ট সেট করা থাকে তাহলে একটি প্রম্পট পাঠানো হবে।
- এখানে আপনাকে Yes, It’s me তে ক্লিক করতে হবে।
- এরপর আপনাকে একটি নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে।
এন্ড্রয়েড ফোনে গুগল একাউন্ট সেট না থাকলে করনীয়
- প্রথমে আপনাকে https://accounts.google.com/ এ প্রবেশ করতে হবে।
- এরপর আপনার জিমেইল বা মোবাইল নম্বর লিখতে হবে
- তারপর নিচের অন্য উপায় চেষ্টা করুন লেখাটিতে ট্যাপ করুন।
- এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে রিকভার ইন mail বা মোবাইল নম্বরে গুগল ভেরিফিকেশন কোড পাঠানো হবে।
- এরপর ভেরিফিকেশন কোডটি দিতে হবে।
- এরপর আপনাকে একটা নতুন পেজে নিয়ে যাবে যেখানে আপনি একটি নতুন পাসওয়ার্ড তৈরি করতে পারবেন।
অ্যান্ড্রয়েড ফোন থেকে পাসওয়ার্ড রিসেট করবেন যেভাবে
- প্রথমে Google এ প্রবেশ করুন।
- এরপর আপনার google একাউন্ট পরিচালনা করুন বোতামে ট্যাগ করতে হবে।
- তারপর সিকিউরিটি ট্যাবে যেতে হবে।
- স্ক্রোল করে নিচে যান এবং পাসওয়ার্ড বক্সে ক্লিক করুন।
- এরপর Forgot password এ ক্লিক করুন।
- তারপর আপনাকে স্ত্রীর লক করতে বলা হবে এবং Continue ট্যাপ করতে হবে।
- এরপর একটি প্রম্পট আসবে যেখানে আঙ্গুলের ছাপ বা অন্য কোন লক স্ক্রীন সিস্টেমে রাখতে হবে।
আরও পড়ুনঃ
- Gmail যুগ শেষ করবে Xmail? এক্সমেইলে কী সুবিধা থাকছে জেনে নিন
- এন্ড্রয়েড ফোনে প্যাটার্ন লক দিয়েছেন? বিপদ এড়াতে করণীয় জেনে নিন
- ইমেইল পাঠানোর পর তা ফিরিয়ে আনার উপায় (জিমেইল)
- গুগল ড্রাইভ কি এবং কিভাবে ব্যবহার করব?
- ISP এর পূর্ণরূপ কী? ISP কীভাবে কাজ করে?
- NFC কি? NFC কিভাবে কাজ করে?
- গুগল ফটোসের স্টোরেজ ক্লিয়ার করার উপায়
- ন্যানোটেকনোলজি কি? এর ব্যবহার ও সুবিধা-অসুবিধা
- জিমেইল আইডি কিভাবে খুলবো?
- VPN কি? VPN ব্যবহারের সুবিধা ও অসুবিধা কি কি?
- গুগল ম্যাপে কিভাবে লোকেশন এড করব