জিমেইল একাউন্টের নাম পরিবর্তন করার নিয়ম
জিমেইল একাউন্টের নাম পরিবর্তন করার নিয়ম – আপনি যখন জিমেইলের মাধ্যমে কাউকে ইমেইল পাঠাবেন তখন সেই ব্যক্তি আপনার নাম ও ইমেইল এড্রেস দেখতে পাবেন। আপনি চাইলে খুব সহজে জিমেইলে পরিদর্শিত আপনার নাম পরিবর্তন করতে পারবেন। এক্ষেত্রে আপনি শুধু ডিসপ্লে নেম পরিবর্তন করতে পারবেন। কিন্তু আপনি জিমেইলের ইউজারনেম পরিবর্তন করতে পারবেন না। মনে করুন আপনার জিমেইল অ্যাকাউন্ট হচ্ছে jem@gmail.com। এখানে jem হল আপনার ইউজার নেম। আপনি এই ইউজার নেম পরিবর্তন করতে পারবেন না। ইউজার নেম পরিবর্তন করতে চাইলে আপনাকে নতুন ইমেইল একাউন্ট খুলতে হবে।
জিমেইলের নাম পরিবর্তন করার প্রয়োজনীয়তা
চলুন দেখে নেওয়া যাক, কি কি কারনে জিমেইলের নাম পরিবর্তন করার প্রয়োজন হতে পারে।
- যদি একাউন্ট খোলার সময় gmail অ্যাকাউন্ট এর নাম ভুল প্রদান করা হয়ে থাকে
- আপনি যদি ইমেইলে শুধুমাত্র আপনার ফার্স্ট বা লাস্ট নেম প্রদর্শন করতে চান
- যদি আইনিভাবে আপনার নাম পরিবর্তন করা হয়ে থাকে
- ইমেইলে আপনার মিডল নেম এড করতে চাইলে
- আপনি যদি আপনার নামের সংক্ষিপ্ত ভার্সন ব্যবহার করতে চান
জিমেইল একাউন্টের নাম পরিবর্তন করার নিয়ম
অনেকেই জানেন না কিভাবে জিমেইল একাউন্টের নাম পরিবর্তন করতে হয়। এখানে জিমেইল অ্যাকাউন্টটার নাম পরিবর্তনের নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। জিমেইল একাউন্টের নাম পরিবর্তন করার জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
- প্রথমে আপনাকে জিমেইলের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- যদি আপনার জিমেইলটি লগইন করা না থাকে তাহলে আপনার জিমেইল অ্যাকাউন্ট দ্বারা লগইন করুন।
- এরপর স্ক্রিনের ডানদিকে কর্নারে থাকা গিয়ার আইকন বা সেটিং এ ক্লিক করতে হবে।
- তারপর মেনু থেকে See all settings অপশন সিলেক্ট করুন।
- এরপর General ট্যাবের অধীনে Accounts and Import ট্যাব সিলেক্ট করতে হবে।
- তাহলে Send mail as অপশনের পাশে আপনি আপনার ইমেইল এড্রেস দেখতে পাবেন।
- তারপর ইমেইল এড্রেস এর পাশে থাকা edit info অপশনটি সিলেক্ট করতে হবে
- এরপর নতুন একটি উইন্ডো ওপেন হবে এবং আপনার জিমেইলের নাম পরিবর্তন করার সেটিংস দেখতে পাবেন। নেম এর নিচে একটি খালি বাক্স দেখতে পাবেন, সেটি সিলেক্ট করুন এবং আপনার কাঙ্খিত জিমেইলের নাম লিখুন।
- তারপর নাম পরিবর্তন করার জন্য সেভ চেঞ্জ এ ক্লিক করতে হবে।
তাহলে আপনার জিমেইলের নাম পরিবর্তন হয়ে গেল। এভাবেই আপনি খুব সহজে আপনার gmail একাউন্টের নাম পরিবর্তন করতে পারবেন।
আরও পড়ুনঃ
- জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে কী করবেন
- Gmail যুগ শেষ করবে Xmail? এক্সমেইলে কী সুবিধা থাকছে জেনে নিন
- এন্ড্রয়েড ফোনে প্যাটার্ন লক দিয়েছেন? বিপদ এড়াতে করণীয় জেনে নিন
- ইমেইল পাঠানোর পর তা ফিরিয়ে আনার উপায় (জিমেইল)
- গুগল ড্রাইভ কি এবং কিভাবে ব্যবহার করব?
- ISP এর পূর্ণরূপ কী? ISP কীভাবে কাজ করে?
- NFC কি? NFC কিভাবে কাজ করে?
- গুগল ফটোসের স্টোরেজ ক্লিয়ার করার উপায়
- ন্যানোটেকনোলজি কি? এর ব্যবহার ও সুবিধা-অসুবিধা
- জিমেইল আইডি কিভাবে খুলবো?
- VPN কি? VPN ব্যবহারের সুবিধা ও অসুবিধা কি কি?
- গুগল ম্যাপে কিভাবে লোকেশন এড করব
- কলয়েড কি? কলয়েডের বৈশিষ্ট্য