ফেসবুকে লাইক-কমেন্ট না করা ফ্রেন্ডদের রিমুভ করার নিয়ম

ফেসবুকে লাইক-কমেন্ট না করা ফ্রেন্ডদের রিমুভ করার নিয়ম – ফেসবুকে কাউকে ফ্রেন্ড হিসেবে অ্যাড করার সময় বা কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে তাই একসেপ্ট করার সময় আমরা তেমন একটা ভাবি না। এভাবে ফেসবুকে ফ্রেন্ড লিস্টে অনেক বড় হয়। কিন্তু দেখা যায় অনেক ফেসবুক ফ্রেন্ড রয়েছে যাদের সাথে ফেসবুকে আমাদের কোন রকম ইন্টারেকশন হয় না। বিশাল বড় ফ্রেন্ডলিস্ট থাকা সত্ত্বেও ফেসবুকে কোন পোস্ট করার পর দেখা যায় সেই পোস্টে তেমন একটা লাইক কমেন্ট আসে না। ফেসবুকে অনেক ইনঅ্যাকটিভ ফ্রেন্ড থাকে। আপনি হয়তো ভাবছেন কিভাবে ইনঅ্যাক্টিভ ফেসবুক ফ্রেন্ডদের আনফ্রেন্ড করা যায়। আর ভাবনার কারণ নেই। আজকের কনটেন্ট থেকে ইনঅ্যাক্টিভ ফেসবুক ফ্রেন্ডদের কিভাবে আনফ্রেন্ড করা যায় তা জানতে পারবেন।
ফেসবুকে লাইক-কমেন্ট না করা ফ্রেন্ডদের রিমুভ করার নিয়ম
আগে ফেসবুকে ইন একটিভ ফ্রেন্ডদের খুঁজে বের করার কোন উপায় ছিল না। তাই অনেকে আন্দাজ করে একটিভ না থাকা ফেসবুক ফ্রেন্ড এর আনফ্রেন্ড করত। কিন্তু বর্তমানে ফেসবুক পোস্টে লাইক কমেন্ট না করা ফ্রেন্ডদেরকে কষ্ট করে খুঁজে বের করতে হবে না। কারণ ফেসবুক একটি নতুন ফিচার নিয়ে এসেছে যার মাধ্যমে খুব সহজেই ইন একটি ফেসবুক ফ্রেন্ডদেরকে খুঁজে পাওয়া যাবে। ফেসবুকে লাইক কমেন্ট না করা ফ্রেন্ডদের খুঁজে বের করে আনফ্রেন্ড করার জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
- প্রথমে আপনার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করুন।
- তারপর ফ্রেন্ডস ট্যাবে ট্যাপ করুন।
- এরপর Manage Friends ট্যাবে ক্লিক করুন
- এবার Lists সেকশন থেকে Least interacted with অপশনে ক্লিক করতে হবে
- তারপর Select multiple বাটনে ক্লিক করে ইন একটিভ ফ্রেন্ডদের সিলেক্ট করুন
- সবশেষে Unfriend বাটনে ক্লিক করুন
এভাবে খুব সহজে ইনএকটিভ ফেসবুক ফ্রেন্ডদের আনফ্রেন্ড করতে পারবেন। কিন্তু আনফ্রেন্ড করার ক্ষেত্রে ফেসবুকের কিছু বাধা ধরার নিয়ম আছে। প্রতিদিন আপনি নির্দিষ্ট সংখ্যক ইনঅ্যাক্টিভ facebook ফ্রেন্ডকে আনফ্রেন্ড করতে পারবেন। প্রতিদিন নির্দিষ্ট লিমিট এরপর আপনি আর কোন বন্ধুকে আনফ্রেন্ড করতে পারবেন না। অর্থাৎ আনফ্রেন্ড করার অপশনটি টেম্পোরারিলি ব্লক হয়ে যাবে।
শেষ কথা
আশা করি আজকের আর্টিকেল থেকে ফেসবুকে লাইক-কমেন্ট না করা ফ্রেন্ডদের রিমুভ করার উপায় সম্পর্কে জানতে পেরেছেন। আপনি এই টেকনিকটি ব্যবহার করে যে সমস্ত ফ্রেন্ড ইন একটিভ রয়েছে তাদেরকে আনফ্রেন্ড করতে পারবেন।
আরও পড়ুনঃ
- ছেলেদের ফেসবুক আইডির নাম | রোমান্টিক ফেসবুক আইডির নাম
- ডিলিট করা ফেসবুক পোস্ট কি ফিরিয়ে আনা যায়?
- 1000+ মেয়েদের রোমান্টিক ফেসবুক আইডির নাম (নিউ কালেকশন)
- ফেসবুক আইডি খোলার নিয়ম 2024
- কিভাবে ফেসবুকে অটো ভিডিও প্লে বন্ধ করবেন?
- শীর্ষ 1000 ফেসবুক নাম সমূহ 2024, ছেলে ও মেয়েদের
- ফেসবুকে লকড প্রোফাইল দেখার সহজ পদ্ধতি
- মেয়েদের ইসলামিক প্রোফাইল পিকচার/ ছবি/ ফটো/ডাউনলোড
- ফেসবুক কি? ফেসবুক ব্যবহারের সুবিধা ও অসুবিধা
- শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস ২০২৪
- ফেসবুক ভিডিও ডাউনলোড করার সবচেয়ে সহজ উপায়