ডিলিট করা ফেসবুক পোস্ট কি ফিরিয়ে আনা যায়?
ডিলিট করা ফেসবুক পোস্ট কি ফিরিয়ে আনা যায়? – আমরা অনেক সময় তাড়াহুড়ো করে ফেসবুক পোস্ট ডিলিট করে ফেলি। এরপর দেখা যায় যে পোস্টটি ডিলিট করা উচিত হয়নি। এটি একটি প্রয়োজনীয় পোস্ট ছিল। তখন এই পোস্টটি কিভাবে ফিরিয়ে আনা যায় তা নিয়ে চিন্তার শেষ থাকে না। আজকের আর্টিকেল থেকে ডিলিট করা ফেসবুক পোস্ট কিভাবে ফিরিয়ে আনা যায় তা জানতে পারবেন।
ফেসবুক পোস্ট ডিলিট করলে কি হয়?
আমরা যখন ফেসবুক প্রোফাইল থেকে কোন পোস্ট মুছে ফেলি তখন এটি প্ল্যাটফর্ম থেকে পুরোপুরি মুছে যায় না। ফেসবুকে Trash নামে একটি হিডেন ফোল্ডার থাকে। ফেসবুক প্রোফাইল থেকে কোন পোস্ট রিমুভ করলে তা এই Trash নামক ফোল্ডারে জমা থাকে। এই পোস্ট পার্মানেন্টলি ডিলিট না করলে উক্ত ফোল্ডারে ৩০ দিন জমা থাকে।
উল্লেখ্য যে আপনি যদি ফেসবুক পোস্ট ডিলিট করার ক্ষেত্রে মুভ টু ট্রাশ অপশন ব্যবহার করেন আপনি এই পদ্ধতি ব্যবহার করে মুছে ফেলা ফেসবুক পোস্ট উদ্ধার করতে পারবেন। আর ডিলিট অপশন ব্যবহার করলে ফেসবুক পোস্টটি সাথে সাথে স্থায়ীভাবে মুছে যাবে। ফেসবুক অ্যাপে কোন কোন পোস্ট এর ক্ষেত্রে ডিলিট অপশন থাকে আবার কোন কোন প্রশ্নের ক্ষেত্রে মুভ টু ট্রাস অপশন থাকে। মুভ টু ট্রাস অপশন ব্যবহার করলে পোস্টটি ট্রাস ফোল্ডারে জমা থাকে। পোস্টটি ৩০ দিন পর ট্রাশ ফোল্ডার থেকে স্থায়ীভাবে মুছে যাবে।
Trash ফোল্ডার থেকে মুছে ফেলা ফেসবুক পোস্ট ফিরিয়ে আনার উপায়
ট্রাশ ফোল্ডার থেকে মুছে ফেলা ফেসবুক পোস্ট যে কোন ডিভাইস ব্যবহার করে ফিরিয়ে আনা যায়। প্রথমে আমরা ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে কিভাবে রিমুভ করা ফেসবুক পোস্ট ফিরিয়ে আনা যায় তা নিয়ে আলোচনা করব।
ফেসবুক অ্যাপ ব্যবহার করে
যারা এন্ড্রয়েড বা আইফোনে ফেসবুক অ্যাপ ব্যবহার করেন তারা নিচের প্রক্রিয়াগুলো অনুসরণ করে মুছে ফেলা পোস্ট রিকভার করতে পারবেন।
- প্রথমে আপনার স্মার্ট ফোন থেকে ফেসবুক অ্যাপ এ প্রবেশ করতে হবে।
- এরপর ফেসবুক প্রোফাইলে প্রবেশ করুন।
- তারপর থ্রি ডট আইকনের ট্যাব করুন এবং প্রোফাইল সেটিংস এ প্রবেশ করুন।
- Activity Log অপশনে ক্লিক করুন।
- তারপর স্কিনের উপরে থাকা Trash অপশনে ট্যাগ করুন।
- এরপর ডিলিট করা যে পোস্টে যে কভার করতে চান তার পাশে থাকা সেটিং আইকনে ক্লিক করুন এবং Restore সিলেক্ট করুন।
তাহলেই আপনার ডিলিট করা পোস্টটি রিকভার হয়ে যাবে। এবার ফেসবুক প্রোফাইলে মুছে ফেলা পোস্টটি পুনরায় শো করবে।
ফেসবুক ওয়েবসাইট থেকে
আপনি চাইলে ফেসবুক ওয়েবসাইট থেকেও আপনার মুছে ফেলা ফেসবুক পোস্ট রিকভার করতে পারবেন। ফেসবুক ওয়েবসাইট থেকে মুছে ফেলা ফেসবুক পোস্ট ফিরিয়ে আনার জন্য নিচে নিয়মগুলো অনুসরণ করুন।
- প্রথমে মোবাইল বা কম্পিউটার থেকে যে কোন একটি ব্রাউজার ওপেন করুন।
- এই ব্রাউজারের মাধ্যমে Facebook.com এ প্রবেশ করুন।
- তারপর ফেসবুক প্রোফাইলে প্রবেশ করুন।
- এরপর থ্রি ডট আইকনে ক্লিক করুন এবং Activity Log অপশনে ক্লিক করুন।
- এবার সাইটবারে থাকা Trash আইকনে ক্লিক করতে হবে।
- আপনি মুছে ফেলা যে পোস্টে যে কভার করতে চান তার পাশে থাকা মেনু আইকনে ক্লিক করার পর Restore এ ক্লিক করুন।
এবার আপনার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করলে রিকভার করা পোস্টটি দেখতে পাবেন।
আশা করি আজকের আর্টিকেল থেকে ডিলিট করা ফেসবুক পোস্ট কি ফিরিয়ে আনা যায়? সে সম্পর্কে জানতে পেরেছেন। উপরে উল্লেখিত প্রস্তুত করে ব্যবহার করে আপনি খুব সহজেই এই কাজটি করতে পারবেন।