ফেসবুক আইডি খোলার নিয়ম 2024
ফেসবুক আইডি খোলার নিয়ম 2024 – ফেসবুক একাউন্ট কিভাবে খুলতে হয় বা ফেসবুক আইডি খোলার নিয়ম হয়ত আমরা অনেকেই জানি না। ফেসবুক একাউন্ট খোলা অনেক সহজ একটি কাজ। প্রতিদিন ফেসবুকে নতুন নতুন ব্যবহারকারী যুক্ত হচ্ছেন। ফেসবুক একাউন্ট খোলার নিয়ম যারা জানেন না এই পোস্টটি মুলত তাদের জন্য লেখা। ফেসবুক একাউন্ট দুই ভাবে খোলা যায়। ১ম মাধ্যম হচ্ছে আপনি ইমেইল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন। ২য় মাধ্যম হচ্ছে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন।আজকের পোস্টে এ বিষয় নিয়ে আলোচনা করবো।
ফেসবুক কি?
বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক। অনলাইনে পরিবার,আত্মীয়- স্বজন এবং বন্ধুদের সাথে যোগাযোগ স্থাপনে ও বিভিন্ন মুহূর্ত শেয়ার করতে ফেসবুক ব্যবহার করা হয়।
বর্তমানে বিশ্বজুড়ে ২.৮৫ বিলিয়ন ফেসবুক ব্যবহারকারী রয়েছে। এর মধ্যে ১.৭৮ বিলিয়ন ব্যবহারকারী দৈনিক একবার হলেও ফেসবুক এ প্রবেশ করে থাকেন।
মার্ক জাকারবার্গ ২০০৪ সালে ফেসবুক তৈরী করেন। তখন শুধুমাত্র হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওয়েবসাইটটি ব্যবহার করতে পারতো। ২০০৬ সাল থেকে ১৩ বছরের বা তার বেশি বয়সের যে কেউ ইমেইল আইডি দিয়ে ফেসবুক ব্যবহার করতে পারতো। বর্তমানে ইমেইল বা ফোন নাম্বার ব্যবহার করে ফেসবুক একাউন্ট খোলা যায়।
আরও জানতে পড়ুনঃ
- ফেসবুকে লক প্রোফাইল দেখার সহজ পদ্ধতি
- ছেলেদের ফেসবুক আইডির নাম | রোমান্টিক ফেসবুক আইডির নাম
- ফেসবুক কি? ফেসবুক ব্যবহারের সুবিধা ও অসুবিধা
- কিভাবে ফেসবুকে অটো ভিডিও প্লে বন্ধ করবেন?
- শীর্ষ 1000 ফেসবুক নাম সমূহ 2024, ছেলে ও মেয়েদের
- মেয়েদের ইসলামিক প্রোফাইল পিকচার/ ছবি/ ফটো/ডাউনলোড
- শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস ২০২৪
- ফেসবুক ভিডিও ডাউনলোড করার সবচেয়ে সহজ উপায়
- 1000+ মেয়েদের রোমান্টিক ফেসবুক আইডির নাম (নিউ কালেকশন)
ফেসবুক এর প্রধান ফিচারসমুহ
ফেসবুকে সব সময়ই নতুন নতুন ফিচার যুক্ত হচ্ছে। তবে ফেসবুকেরর এমন কিছু মুখ্য ফিচার রয়েছে যেগুলোর আঙ্গিকেই সাইটটি সাজানো থাকে।
News feed
একজন ব্যবহারকারীর ফলো করা পেজ, প্রোফাইল ও গ্রুপ এর পোস্টসমুহ নিউজ ফিডে প্রদর্শিত হয়। নিউজ ফিড হচ্ছে ফেসবুকে লগইন করলে যে মূলপাতা বা হোমপেজটি দেখা যায় সেটি। একজন ফেসবুক ব্যবহারকারী অধিকাংশ সময় নিউজ ফিডেই কাটিয়ে থাকেন।
Friends
একজনফেসবুক ব্যবহারকারী চাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর মাধ্যমে অন্য একজন ফেসবুক ব্যবহারকারীকে ফ্রেন্ড বা বন্ধু হিসেবে এড করতে পারে। বন্ধু হিসেবে যুক্ত হওয়ার পর একে অপরের পোস্টকৃত বা শেয়ারকৃত আপডেট সরাসরি নিউজ ফিডে দেখতে পাবেন।
Timeline
টাইমলাইন হচ্ছে ব্যবহারকারীর করা সকল পোস্ট এর একটি আর্কাইভ। টাইমলাইনে সকল পোস্ট তারিখ অনুসারে সাজানো থাকে।
Like
লাইকের মাধ্যামে একজন ব্যবহারকারী কোনো পোস্টে সমর্থন দিতে পারেন।
Comment
কোনো পোস্টে একজন ব্যবহারকারী তার মতামত বা অনুভূতি প্রকাশ করতে পারেন।
Message/ Inbox
ব্যবহারকারীর ব্যক্তিগত মেসেজ বা গ্রুপ চ্যাটসমুহ জমা থাকে ইনবক্সে।
Group
কোনো একটি বিষয়ের উপর ভিত্তি করে ব্যবহারকারী ফেসবুক গ্রুপ খুলতে পারবেন। ফেসবুক গ্রপসমুহে লিংক, মিডিয়া সহ অনেক ধরণের পোস্ট করা যায়।
Story
স্টোরি হলো ব্যবহারকারীদের দ্বারা পোস্টকৃত ছবি বা শর্ট ভিডিও। এসব পোস্ট ২৪ ঘণ্টা পর অদৃশ্য হয়ে যায়।
ফেসবুক সম্পর্কিত কিছু জিজ্ঞাসা
ফেসবুকের প্রতিষ্ঠাতা কে?
মার্ক জুকারবার্গ হলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা।
ফেসবুক কত সালে চালু হয়?
২০০৪ সালে ফেসবুক যাত্রা শুরু করে।
ফেসবুকের মালিক কে?
Facebook এর মালিক হচ্ছে ফেসবুক পিনক।
ফেসবুকের ওয়েব এড্রেস কি?
ফেসবুকের ওয়েব এড্রেস হল: www.Facebook.com
ফেসবুক আইডি খুলতে কি কি লাগে
ফেসবুক আইডি খুলতে যা যা লাগে তার নিচে উল্লেখ করা হলো:
মোবাইল অথবা কম্পিউটার
ইমেইল একাউন্ট অথবা মোবাইল নাম্বার
ইন্টারনেট সংযোগ
উল্লেখ্য যে, নতুন ফেসবুক আইডি খোলার ক্ষেত্রে যিনি আইডি খুলবেন তার বয়স কমপক্ষে 13 বছর হতে হবে।
মোবাইলে ফেসবুক আইডি খোলার নিয়ম
মোবাইলে ফেসবুক একাউন্ট খুলতে হলে নিচের স্টেপ গুলো অনুসরণ করতে হবে-
১। প্রথমে ফেসবুক অ্যাপ এ প্রবেশ করুন অথবা যে কোন একটি ব্রাউজার থেকে www.facebook.com এ প্রবেশ করুন।
২। Create new account এ ক্লিক করুন।
তারপর next বাটন চাপুন
৩। এরপর first name বক্সে আপনার নামের প্রথম অংশ লিখুন এবং last name বক্সে আপনার নামের শেষ অংশ লিখুন।
৪। পর আপনার জন্ম তারিখ
৫। এরপর আপনার লিঙ্গ male বা female সিলেক্ট করুন।
৬। Verification এর জন্য আপনার ইমেইল এড্রেস অথবা মোবাইল নাম্বার দিন।
৭। এরপর আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি হতে হবে অনেক শক্তিশালী।
পাসওয়ার্ড শক্তিশালী না হলে হ্যাকাররা সহজেই আপনার একাউন্টটি হ্যাক করতে পারে।
যেহেতু পাসওয়ার্ড শক্তিশালী হতে হবে সেহেতু ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর চিহ্ন এবং সংখ্যা মিলিয়ে পাসওয়ার্ড তৈরি করতে হবে।
আপনার প্রদান করা পাসওয়ার্ডটি হুবহু মনে রাখতে হবে কারণ পরবর্তীতে অ্যাকাউন্টে লগইন করতে এই পাসওয়ার্ডটি প্রয়োজন হবে।
এই পাসওয়ার্ডটি ছাড়া আপনি আপনার একাউন্টে লগইন করতে পারবেন না।
৮। একটি শক্তিশালী পাসওয়ার্ড লেখা হলে next বাটনে ক্লিক করুন।
৯। এরপর আপনার সামনে login with one tab অপশনটি শো করবে।
আপনি আপনার পছন্দের একটি সিলেক্ট করে দিবেন যাতে পরবর্তীতে এক ক্লিকেই ফেসবুক একাউন্টে লগইন করা যায়।
১০। এরপর ভেরিফিকেশন এর জন্য আপনার দেওয়া ইমেইল বা মোবাইল নাম্বারে একটি মেইল বা মেসেজ যাবে।
১১।আপনার মেইল বা মেসেজ পাওয়া ওটিপি কোডটি ফেসবুকে প্রদান করে confirm বাটন চাপুন।
১২। এরপর ফেসবুক থেকেই কিছু মানুষকে ফ্রেন্ড হিসেবে অ্যাড করতে বলা হবে।
আপনি চাইলে প্রদর্শিত নামগুলো থেকে কাউকে ফ্রেন্ড হিসেবে অ্যাড করতে পারেন অথবা পরিদর্শিত কাউকে ফ্রেন্ড হিসেবে অ্যাড করতে না চাইলে skip করুন।
১৩। এরপর আপনার একাউন্টের জন্য একটি প্রোফাইল পিকচার আপলোড করতে বলা হবে।
আপনি চাইলে সাথে সাথে প্রোফাইল পিকচার আপলোড করতে পারেন অথবা পরে করতে পারেন।
উল্লেখিত ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করলে আপনার একটি ফেসবুক আইডি বা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।
কম্পিউটার থেকে ফেসবুক আইডি খোলার নিয়ম
কম্পিউটার থেকে আমরা খুব সহজে ফেসবুক আইডি খুলতে পারি। মোবাইল থেকে ফেসবুক একাউন্ট যেভাবে খুলেছি ঠিক সেভাবেই কম্পিউটার থেকে ফেসবুক আইডি খোলা যায়। কম্পিউটার থেকে ফেসবুক একাউন্ট খোলার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।
১। যেকোনো একটি ব্রাউজার থেকে facebook.com এ প্রবেশ করতে হবে।
২। এরপর create a new account এ ক্লিক করতে হবে।
৩। এরপর আপনার সামনে ফেসবুক একাউন্ট খোলার একটি ফরম প্রদর্শিত হবে।
৪। আপনি ফেসবুক অ্যাকাউন্টটি যে নামে খুলতে চান তা লিখুন।
৫। ভেরিফিকেশনের জন্য আপনার ইমেইল এড্রেস বা ফোন নাম্বার লিখুন।
৬। আপনার একাউন্টের জন্য একটি শক্তিশালী পাসওয়ার্ড দিন।
৭। আপনার জন্ম তারিখ লিখুন।
৮। এরপর আপনার লিঙ্গ কি তা সিলেক্ট করুন।
৯। এরপর sign up লেখাটিতে ক্লিক করুন।
১০। এরপর আপনার প্রদান করা ইমেইলে বা মোবাইল নাম্বারে একটি কোড পাঠানো হবে।
১১। প্রাপ্ত কোডটি ফেসবুকে প্রদান করলেই আপনার ফেসবুক একাউন্ট খোলা হয়ে যাবে।
শেষ কথা
আশা করি উপরে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করে আপনি একটি সফল ফেসবুক একাউন্ট তৈরি করতে সক্ষম হয়েছেন।এখন আপনি বিশ্বের কোটি কোটি মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবেন। আপনি বিভিন্ন গ্রুপ এবং পেজ থেকে তথ্য প্রেরণ এবং গ্রহণ করতে পারবেন। আর্টিকেলটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওয়েবসাইটটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।