ফেসবুকে লকড প্রোফাইল দেখার সহজ পদ্ধতি
ফেসবুকে লকড প্রোফাইল দেখার সহজ পদ্ধতি – ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইল সুরক্ষার কথা বিবেচনা করেই লকড প্রোফাইল ফিচার নিয়ে আসে। ব্যক্তিগত নিরাপত্তার জন্য অনেকেই প্রোফাইল লকড করে রাখে। বিশেষ করে মেয়েরা তাদের প্রোফাইল লক করে রাখতে পছন্দ করে। লকড প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে আপনি তার প্রোফাইল দেখতে পারবেন না। এতে আপনি বিরক্ত বোধ করতে পারেন। সে কি করে? কোথায় থাকে? ইত্যাদি তথ্য ঘেঁটে দেখতে চাচ্ছেন কিন্তু দেখতে পারছেন না। কারণ প্রোফাইলটি লকড করা। আপনি হয়তো তার প্রোফাইল দেখার উপায় খুজচ্ছেন। আপনি চাইলে নিচের সহজ পদ্ধতিগুলোর মাধ্যমে ফেসবুকে লকড প্রোফাইল দেখতে পারেন।
পদ্ধতি-১: বন্ধু হওয়ার মাধ্যমে
আপনি ফ্রেন্ড রিকুয়েস্ট এ্যাকসেপ্ট করে বন্ধু হয়ে যান। প্রোফাইল লকড করা হয় তাদের জন্যে, যারা বন্ধু নয়।
আর আপনি যখন কারো বন্ধু হয়ে যাবেন, তখন তার প্রোফাইল আপনার জন্যে অটোমেটিক খুলে যাবে এবং তার প্রোফাইলের যাবতীয় তথ্য দেখতে পারবেন।
আরও পড়ুনঃ
- কিভাবে ফেসবুকে অটো ভিডিও প্লে বন্ধ করবেন?
- শীর্ষ 1000 ফেসবুক নাম সমূহ ছেলে ও মেয়েদের
- মেয়েদের ইসলামিক প্রোফাইল পিকচার/ ছবি/ ফটো/ডাউনলোড
- 1000+ মেয়েদের রোমান্টিক ফেসবুক আইডির নাম (নিউ কালেকশন)
- ফেসবুক আইডি খোলার নিয়ম
- ছেলেদের ফেসবুক আইডির নাম | রোমান্টিক ফেসবুক আইডির নাম
- ফেসবুক কি? ফেসবুক ব্যবহারের সুবিধা ও অসুবিধা
- শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস ২০২
- ফেসবুক ভিডিও ডাউনলোড করার সবচেয়ে সহজ উপায়
পদ্ধতি-২ : ফেসবুক Url পরিবর্তন করে
মনে করুন, nilakasherpori নামে একজন আপনাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছে। এখন আপনি nilakasherpori এর প্রোফাইল দেখতে চান।
কিন্তু তার প্রোফাইল লক করা। এ অবস্থায় আপনি url পরিবর্তন করে তার প্রোফাইলে ঢুকতে পারেন।
প্রথমে আপনার ব্রাউজারে ফেসবুকের url টাইপ করতে হবে এবং একটি স্লাশ (/) দিতে হবে। এরপর যে আইডির প্রোফাইল দেখতে চান সেই আইডি টাইপ করতে হবে।
তাহলে পুরো ইউআরএলটি এ রকম দেখাবে- http://facebook.com/nilakasherpori . এবার এন্টার বাটন চাপুন এবং প্রোফাইল দেখুন। এই পদ্ধতি যদি কাজ না করে তাহলে অন্য পদ্ধতিতে চেষ্টা করুন।
পদ্ধতি-৩ : PictureMate ব্যবহার করে
PictureMate হচ্ছে গুগলক্রোমের একটি প্রি- এক্সটেনশন। এটি আপনাকে লক করা প্রোফাইল দেখতে সাহায্য করবে।
পিকচারমেট ব্যবহার করে আপনি কারো বন্ধু হওয়া ছাড়াই লক করা যে কোন ফেসবুক প্রোফাইল সহজেই খুলতে পারবেন।
গোপনে কারো ফেসবুক আইডির প্রোফাইল দেখার জন্য PictureMate একটি অসাধারণ টুলস।
PictureMate ব্যবহারে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে –
১. প্রথমে PictureMate এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। সেখান থেকে google chrome এর এক্সটেনশনটি ইনস্টল করে নিন।
২. ব্রাউজার রিস্টার্ট দিন।
৩. এবার ফেসবুকে প্রবেশ করুন।
৪. এবার যার প্রোফাইল দেখতে চান, তার নাম লিখে সার্চ দিন, তাহলেই লকড প্রোফাইলটি ওপেন হবে।
পদ্ধতি – ৪ : Private Profile Viewer ব্যবহার করে
Private Profile viewer একটি ফ্রি টুলস। এটা ব্যবহার করার জন্য কোন সফটওয়্যার ডাউনলোড করতে হবে না।
এমনকি সাইন আপও করতে হবে না। আপনি ফ্রিতে অনলাইনে এটি ব্যবহার করতে পারবেন।
Private Profile viewer ব্যবহার করার নিয়ম –
১। প্রথমে Private Profile viewer এর ওয়েবসাইটে প্রবেশ করুন।
২। হোমপেজে যাওয়ার পর start now লেখাটি দেখতে পাবেন। এটিতে ক্লিক করুন।
অথবা মেনুবার থেকে টুলসে ক্লিক করুন।স্ক্রুল করে নিচের দিকে যান। সেখানে আপনি একটি ঘর দেখতে পাবেন।
৩। সেই ঘরে তার প্রোফাইল দেখতে চাচ্ছেন তার আইডি লিংক দিয়ে দিন। তারপর নিচের ফরম বাটনে ক্লিক করুন।
তাহলেই এই টুলটির সাহায্যে আপনি কাঙ্খিত লোকের ফেসবুক আইডিতে পৌঁছে যাবেন এবং তার প্রোফাইল দেখতে পাবেন।
পদ্ধতি -৫। মেসেজ পাঠিয়ে
উপরের পদ্ধতিগুলো ছাড়াও লকড প্রোফাইল দেখার আরো একটি পদ্ধতি হচ্ছে ইনবক্সে মেসেজ পাঠানো।
আপনি যে লোকের প্রোফাইল দেখতে চাচ্ছেন তাকে একটি মেসেজ পাঠান।আপনার মেসেজটি যেন তাকে আকৃষ্ট করে। সে মেসেজটি পড়ে যেন আপনাকে রিপ্লাই দিতে বাধ্য হয়।
আর রিপ্লাই দিলেই আপনি সাকসেস। এখন আপনি অনায়াসে তার লকড করা ফেসবুক প্রোফাইলে ঢুকতে পারবেন।
তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একান্ত প্রয়োজন ছাড়া কারো লকড করা প্রোফাইলে ঢুকবেন না। অনৈতিকভাবে কারো ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে হস্তক্ষেপ করবেন না। wikipedia
আশা করি আজকের আর্টিকেলটি থেকে ফেসবুকে লকড প্রোফাইল দেখার সহজ পদ্ধতি গুলো সম্পর্কে জানতে পেরেছেন। উপরে বর্ণিত পদ্ধতি গুলোর মাধ্যমে আপনি যে কোন ব্যক্তি ফেসবুকে লকড প্রোফাইল খুলতে পারবেন। তবে অসৎ উদ্দেশ্যে এই কাজটি করবেন না। আর্টিকেলটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।