গুগল ফটোসের স্টোরেজ ক্লিয়ার করার উপায়
গুগল ফটোসের স্টোরেজ ক্লিয়ার করার উপায় – বর্তমানে স্মার্টফোন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। স্মার্ট ফোনগুলোর ধারন ক্ষমতা যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি এটি হয়ে উঠেছে আরো অত্যাধুনিক। স্মার্টফোন গুলোর ধারণক্ষমতা বৃদ্ধি পাওয়া সত্বেও ব্যবহারকারীরা প্রায়ই অপর্যাপ্ত স্টোরেজ সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। কারণ বর্তমানে হাই কোয়ালিটি ছবি এবং ভিডিওগুলোর সাইজ যথেষ্ট বড় হওয়ায় ফোনে অনেক জায়গা দখল করে। তাই স্মার্টফোন ব্যবহারকারীরা নিজেদের ছবি, ভিডিও এবং ফাইলগুলো নিরাপদে রাখতে গুগল ফটোসের স্টোরেজ ব্যবহার করে থাকেন। গুগল ব্যবহারকারীকে ১৫ জিবি স্টোরেজ ফ্রি ব্যবহারের সুযোগ দেয়। এই ১৫ জিবি ফ্রি স্টোরেজ শেষ হয়ে গেলে ব্যবহারকারীকে স্টোরেজ ক্লিয়ার করার প্রয়োজন হয়। স্মার্টফোন ব্যবহারকারীরা গুগল ফটোস অ্যাপ এর মাধ্যমে স্টোরেস ক্লিয়ার করতে পারবেন।
গুগল ফটোসের স্টোরেজ ক্লিয়ার করার উপায়
আমরা এখানে স্মার্টফোন এবং ডেস্কটপ বা ল্যাপটপ এর স্টোরেজ কিভাবে ক্লিয়ার করতে হয় সে বিষয়টি আলোচনা করব। প্রথমে আমরা স্মার্টফোনের গুগল ফটোজের স্টোরিস ক্লিয়ার করার উপায় নিয়ে আলোচনা করব। এরপর ডেক্সটপ গুগল ফটোস এর স্টোরেজ ক্লিয়ার করার উপায় নিয়ে আলোচনা করব।
কীভাবে ফোনের স্টোরেজ ক্লিয়ার করবেন
ফোনের গুগল ফটোসের স্টোরেজ ক্লিয়ার করার জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
- প্রথমে গুগল ফটোস অ্যাপ ওপেন করুন।
- তারপর গুগল একাউন্টে সাইন ইন করুন।
- এরপর প্রোফাইল ছবি বা Initial এ ক্লিক করুন।
- তারপর আপনাকে Photo setting অপশন খুঁজে বের করতে হবে এবং সেটিতে ক্লিক করতে হবে।
- Backup এ ক্লিক করুন।
- অবশেষে Manage storage অপশনে ক্লিক করুন।
- তারপর Review and delete এর অধীনে একটি বিভাগ নির্বাচন করুন।
- এরপর Select অপশনে ক্লিক করে আপনি যে ছবি, ভিডিও বা ফাইল ডিলিট করতে চান তবে চিনে নিতে হবে।
- সবশেষে Move to trash বা delete অপশনে ক্লিক করতে হবে।
আরও পড়ুনঃ
- ন্যানোটেকনোলজি কি? এর ব্যবহার ও সুবিধা-অসুবিধা
- জিমেইল আইডি কিভাবে খুলবো?
- VPN কি? VPN ব্যবহারের সুবিধা ও অসুবিধা কি কি?
- গুগল ম্যাপে কিভাবে লোকেশন এড করব
- কলয়েড কি? কলয়েডের বৈশিষ্ট্য
- গুগল ড্রাইভ কি এবং কিভাবে ব্যবহার করব?
- ISP এর পূর্ণরূপ কী? ISP কীভাবে কাজ করে?
ডেস্কটপের গুগল ফটো অ্যাপে স্পেস ক্লিয়ার করার উপায়
- প্রথমে ডেস্কটপে storage management টুলস ওপেন করুন।
- তারপর Review and delete অপশনটি খুঁজে বের করুন এবং একটি বিভাগে ক্লিক করুন।
- এরপর যে আইটেমগুলো ডিলিট করতে চান তা সিলেক্ট করুন।
- সিলেট করার পর Move to trash বা delete অপশনে ক্লিক করতে হবে।
আশা করি আজকের আর্টিকেলটি পড়ে আপনি গুগল ফটোসের স্টোরেজ ক্লিয়ার করার উপায় সম্পর্কে জানতে পেরেছেন। এখানে শেয়ার করা তথ্যগুলো আপনার ফোনের স্পেস পরিস্কার করতে সহায়তা করবে। এবং আপনার ফোনটি নির্বিঘ্নে কাজ করবে।