ISP এর পূর্ণরূপ কী? ISP কীভাবে কাজ করে?
ISP এর পূর্ণরূপ কী? ISP কীভাবে কাজ করে? – বর্তমান যুগ হচ্ছে ইন্টারনেটের যুগ। ইন্টারনেটের কোনো বিকল্প নেই। ইন্টারনেট ছাড়া সারা বিশ্ব অচল। আমরা সবাই কম বেশি ইন্টারনেট ব্যবহার করি। আমরা কি কখনও ভেবে দেখেছি, কীভাবে এই ইন্টারনেট সেবা পাই? ইন্টারনেট ব্যবহার করার জন্য আমরা Grameenphone, Banglalink, Telitalk ,Airtel এর মতো ISP সংস্থাগুলোর কাছ থেকে ইন্টারনেট ক্রয় করে ব্যবহার করি।কিন্তু আমরা অনেকেই ISP এর নাম শুনিনি। অনেকেই ISP কি এবং এর পূর্ণ রুপ কি তার জানে না। আজকের পোস্টে ISP এর পূর্ণরূপ কী? ISP কীভাবে কাজ করে? সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
ISP এর পূর্ণরূপ কী ?
ISP এর পূর্ণরূপ হচ্ছে Internet Service Provider. বাংলায় ISP কে ইন্টারনেট সেবা প্রদানকারী বলা হয়।
আইএসপি বা ISP এর ইতিহাস
১৯৬৯ সালে প্রথম ইন্টারনেট আবিস্কার হয়। এ সময় নির্দিষ্ট কিছু সরকারি গবেষণাগার এবং অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ডিপার্টমেন্টের সাথে সংযোগ স্থাপনের জন্য ইন্টারনেট ব্যবহার করা হতো। ১৯৮০ সালের শেষের দিকে বাণিজ্যিক ভাবে ইন্টারনেট সেবা প্রদানের জন্য জনগণের সামনে একটি প্রক্রিয়া উপস্থাপন করা হয়। অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯৮৯ সালে প্রথম আইএসপি প্রতিষ্ঠিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রোকলাইন এবং ম্যাসাচুসটসে দ্যা ওয়ার্ল্ড প্রথম বাণিজ্যিক আইএসপি প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে এবং ১৯৮৯ সালের নভেম্বর মাসে গ্রাহককে তারা সেবা প্রদান শুরু করে।
আইএসপি বা ISP কী
ISP হচ্ছে সেই সব প্রতিষ্ঠান বা কোম্পানি যে কোম্পানিগুলো আমাদেরকে ইন্টারনেটে প্রবেশ এবং ইন্টারনেট ব্যবহার সংক্রান্ত যাবতীয় সেবা প্রদান করে থাকে।
বিভিন্ন দেশে বিভিন্ন আইএসপি সংস্থাগুলো ইন্টারনেট সেবা প্রদান করে থাকে। বাংলাদেশে ISP সংস্থাগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, বাংলালিংক, টেলিটক ইত্যাদি।
আইএসপি কর্তৃক প্রদান করা ইন্টারনেট সেবায় যে সব বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে সেগুলো হচ্ছে ইন্টারনেটে প্রবেশ, ইন্টারনেট ট্রানজিট, কোলোকেশন, ডোমেইন নাম রেজিস্ট্রেশন, ইউজনেট সেবা এবং ওয়েব হোস্টিং।
ISP কীভাবে কাজ করে
ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো ইন্টারনেট ব্যবহারকারীদের ইন্টারনেট সেবা প্রদানের জন্য একটি ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে থাকেন।
প্রতিষ্ঠানগুলো মূলত দুইটি প্রধান প্রোটোকল ব্যবহার করে। সেগুলো হচ্ছে IPv4 এবং IPv6. IPv4 এবং IPv6 হলো ইন্টারনেট প্রোটোকল বা IP ঠিকানা।
পৃথিবীর বিভিন্ন স্থান থেকে এবং যে কোন সময় বিভিন্ন কম্পিউটারকে নিজেদের সনাক্ত করে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করতে এই ইন্টারনেট প্রোটোকল গুলো সহায়তা করে।
বর্তমানে অধিকাংশ ডিভাইসে IPv6 ব্যবহার করা হয়।
ISP সংস্থা কত প্রকার?
ISP সংস্থাগুলোকে তাদের কাজের পরিধি এবং সেবার ধরণ অনুযায়ী তিন শ্রেণীতে ভাগ করা যায়। যথা – tier1 , tier2 এবং tier3 ISP.
১। tier1 ISP : যেসব আইএসপি এর কোন আপস্ট্রিম থাকে না এবং শুধু একটি মাত্র কাস্টমার থাকে, তাকে tier1 আইএসপি বলে। সবচেয়ে বড় ইন্টারনেট প্রদানকারী প্রতিষ্ঠানগুলো tier1 ISP শ্রেণীর অন্তর্ভুক্ত। এই প্রতিষ্ঠানগুলো সাগরের তলদেশ দিয়ে ক্যাবল বিছিয়ে এক দেশকে অন্য দেশের সাথে সংযুক্ত করার কাজ করে। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে PacNet, Verizon ইত্যাদি।
২। tier2 ISP :Grameen phone, Banglalink, Telitalk, Airtel, Vodafone, Jio ইত্যাদি সংস্থাগুলো tier2 ISP শ্রেণীর অন্তর্ভুক্ত। এই সংস্থাগুলো জাতীয় পর্যায়ে ইন্টারনেট প্রদানের লক্ষ্যে কাজ করে।
৩। tier3 ISP যে সংস্থাগুলো একটি ছোট অঞ্চলে ইন্টারনেট সেবা প্রদানের কাজ করে সেই সকল সংস্থাগুলোকে tier3 ISP শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়। Hathway, DEN ,Spectra ইত্যাদি সংস্থাগুলো tier3 ISP শ্রেণীর অন্তর্ভুক্ত।
ISP এর শ্রেণী বিভাগ
হোস্টিং আইএসপি
ইমেইল, ওয়েব – হোস্টিং , ভার্চুয়াল সার্ভার, ক্লাউড সেবা এবং অনলাইন স্টোরেজ সেবা প্রদান করা হচ্ছে হোস্টিং ISP এর কাজ।
মেইলবক্স আইএসপি
যে সব প্রতিষ্ঠান ইলেকট্রনিক মেইল ডোমেইন হোস্টিং এর জন্য সেবা প্রদান করে সেগুলো হচ্ছে মেইলবক্স আইএসপি।
এই সংস্থাগুলো ব্যবহারকারীদের তাদের সার্ভার ব্যবহার করে মেইলে পাঠানো, মেইল গ্রহণ করা এবং সংরক্ষণ করার সেবা প্রদান করে থাকে।
এই সংস্থাগুলোর মধ্যে রয়েছে ইয়াহু, আউটলুক, জিমেইল, এওল মেইল, পিওবক্স ইত্যাদি।
ভার্চুয়াল আইএসপি
ভিআইএসপি বা ভার্চুয়াল আইএসপি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যাতে অন্য আইএসপি থেকে সেবা ক্রয় করা হয়।
ভিআইএসপি কাস্টমাররা হোলসেল আইএসপি দ্বারা প্রদানকৃত ইন্টারনেট ব্যবহার করে।
এক্সেস প্রদানকারী ISP
যে সব প্রতিষ্ঠান কয়েক ধরনের প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেট প্রবেশাধিকার প্রদান করার মাধ্যমে ব্যবহারকারীকে নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে সেই সকল প্রতিষ্ঠান হচ্ছে এক্সেস প্রদানকারী ISP. এই প্রযুক্তি গুলো হচ্ছে টেলিফোন লাইনের সাথে সংযুক্ত কম্পিউটার মডেম, ক্যাবল টেলিভিশন, তারবিহীন ওয়াইফাই এবং ফাইবার অপটিক। সেলুলার নেটওয়ার্ক বা মোবাইল নেটওয়ার্ক এবং স্যাটেলাইট হচ্ছে ওয়্যারলেস ইন্টারনেট এক্সেস।
ট্রানজিট ISP
ইন্টারনেট ব্যবহারকারীদের কাছ থেকে tier1 এবং tier2 আইএসপি, ইন্টারনেটে প্রবেশাধিকার প্রদানের জন্য টাকা নিয়ে থাকে।
ঠিক তেমনি প্রতিটি আইএসপি তাদের আপস্ট্রিম আইএসপিকে টাকা প্রদান করে থাকে।
আপস্ট্রিম আইএসপি সব চেয়ে বড় আইএসপি যা বিশাল নেটওয়ার্কের অন্তর্ভুক্ত থাকে।
আপস্ট্রিম আইএসপি তাদের অধীনস্থ আইএসপি গুলোকে এমন সব সুবিধা দিয়ে থাকে যা তাদের নিকট থাকে না।
প্রতিটি কানেকশন একটি আপস্ট্রিম আইএসপি এর সাথে যুক্ত থাকে যা হোম নেটওয়ার্কে অথবা ডাটা পরিবহনে ব্যবহার করা হয়।
এই প্রক্রিয়া প্রথম tier এ পৌঁছানো পর্যন্ত চলতে থাকে।
তারবিহীন ISP
তারবিহীন ISP হচ্ছে সেই সব ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যারা তারবিহীন নেটওয়ার্কিং প্রযুক্তির উপর নির্ভর করে। এই প্রযুক্তির মধ্যে রয়েছে ওয়াইফাই বেতার জাল নেটওয়ার্কিং ,উএফএইচ ব্যান্ড , এলএমডিএস।
ফ্রী আইএসপি
যে কোম্পানিগুলো ফ্রি চার্জে ইন্টারনেট সেবা প্রদান করে থাকে সেগুলো হচ্ছে ফ্রি আইএসপি। অনেক ফ্রী আইএসপি প্রতিষ্ঠান ব্যবহারকারী সংযুক্ত থাকা অবস্থায় বিজ্ঞাপন চিত্র দেখায়, যা বাণিজ্যিক টেলিভিশন এর মতোই ব্যবহারকারীর মনোযোগ বিজ্ঞাপন দাতাদের কাছে বিক্রি করে।
আশা করি আজকের পোস্টটি পড়ে আপনি ISP এর পূর্ণরূপ কী? ISP কীভাবে কাজ করে? তা জানতে পেরেছেন। আমাদের ওয়েবসাইটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আরও পড়তে ক্লিক করুন
- ন্যানো টেকনোলজি কি? এর ব্যবহার ও সুবিধা-অসুবিধা
- কলয়েড কি? কলয়েডের বৈশিষ্ট্য
- NFC কি? NFC কিভাবে কাজ করে?