ইমেইল পাঠানোর পর তা ফিরিয়ে আনার উপায় (জিমেইল)
ইমেইল পাঠানোর পর তা ফিরিয়ে আনার উপায় (জিমেইল) – আমরা প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন,অফিসের বস ছাড়াও বিভিন্ন জনের নিকট ইমেইল পাঠানোর প্রয়োজন হয়। বর্তমানে ব্যবসা-বাণিজ্য, পড়াশোনা , নেটওয়ার্কিং, ফ্রিল্যান্সিং ইত্যাদি বিভিন্ন কাজে ইমেইল ব্যবহৃত হচ্ছে। কিন্তু অনেক সময় ভুলবশত বা অসাবধানতার কারণে ভুল ঠিকানায় কিংবা ত্রুটিপূর্ণ ইমেইল চলে যেতে পারে।
মনে করুন, আপনি আপনার একজন শিক্ষকের অধীনে একটি বিষয় থিসিস করছেন। এখন আপনার থিসিসকৃত তথ্যগুলো রিভিউ করা প্রয়োজন। আপনি আপনার শিক্ষককে থিসিস পেপারগুলো রিভিউ করার জন্য মেইলে পাঠাতে চাচ্ছেন। ইমেইল পাঠানোর জন্য প্রয়োজনীয় সকল কাজ সম্পন্ন করলেন কিন্তু ভুলক্রমে ফাইল এটাচ করতেই ভুলে গেলেন এবং মেইল সেন্ড করে দিলেন। এখন আপনার এই ভুলের কারণে আপনি বিব্রতকর অবস্থা করতে পারেন। মেড সেন্ড করে ফেলেছেন তাই মেইলটি এখন আর আপনার নিয়ন্ত্রণে নেই।
এ রকম অবস্থায় মেইলটি কিভাবে ফিরিয়ে আনা যায় বা আন্ডা করা যায় কিংবা ক্যানসেল করা যায় সে বিষয় নিয়ে সকলেই অনুসন্ধান করে থাকেন। আপনি হয়তো ভাবছেন কিভাবে ইমেইলটি আন্ডো করা যায়। অনেকেই জানে না যে, সেন্ড করা ইমেইল উন্ড করার এই গুরুত্বপূর্ণ ফিচারটি জিমেইলে পাওয়া যাচ্ছে। ভুলবশত পাঠানো ইমেইল আনডু করার জন্য ইমেইল পাঠানোর পর ৩০ সেকেন্ড পর্যন্ত সময় পাবেন। ভুলক্রমে পাঠানো ইমেইল উন্ডো করার জন্য এই সময় যথেষ্ট।
ইমেইল পাঠানোর পর তা ফিরিয়ে আনার উপায় ( জিমেইল)
ভুলবশত পাঠানো জিমেইল ফিরিয়ে আনার জন্য আন্ডু ফিচারটি ব্যবহার করতে হবে। আন্ডু ফিচারটি ব্যবহার করার জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
- প্রথমে কম্পিউটারে জিমেইলে লগইন করুন।
- এরপর কম্পিউটারে www.gmail.com ভিজিট করুন (জিমেইলের স্ট্যান্ডার্ড ভিউ চালু থাকা অবস্থায়)
- তারপর উপরের দিকে ডান পাশে সেটিং আইকনটি দেখতে পাবেন সেটিতে ক্লিক করুন।
- এরপর আপনি আরো অনেকগুলো অপশন দেখতে পাবেন সেখান থেকে See all settings অপশনে ক্লিক করুন।
- তারপর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে।
- এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন।
- জেনারেল ট্যাবের অধীনে স্ক্রল করে নিচে গেলে Undo Send অপশনটি দেখতে পাবেন।
ইমেইলটি ফিরিয়ে আনার জন্য বা আনডু করার জন্য ডিফল্ট ভাবে ৫ সেকেন্ড সময় দেওয়া থাকে। কিন্তু আপনি ইমেইল ফিরিয়ে আনার জন্য ক্যান্সেলেশন পিরিয়ড ৩০ সেকেন্ড পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন।
সেটিং টি সম্পূর্ণ করার পর মোবাইল অ্যাপ বা কম্পিউটার সাইট যেখান থেকে আপনি ইমেইল সেন্ড করুন না কেন ইমেইল সেন্ড করার পর আপনি স্ক্রিনে আন্ডার অপশন দেখতে পাবেন। আপনি ক্যান্সেলেশন পিরিয়ডে যত সেকেন্ড সময় সেট করেছেন তত সময়ের জন্য আন্ডারসেন্ট অপশনটি স্কিনে দেখতে পারবেন।
ইমেইলের সেন্ড বাটনে ক্লিক করার পর মোবাইল এবং কম্পিউটারের ক্ষেত্রে স্ক্রিনের নিচের দিকে বাম পাশে ইমেইলটি প্রত্যাহার বা ফিরিয়ে আনার জন্য আন্ডু অপশন দেখা যাবে।
আন্ডু অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি আপনার পাঠানো ইমেলটি ফিরিয়ে আনতে পারবেন।
শেষ কথা
আশা করি আজকের আর্টিকেলটি ভুলক্রমে পাঠানো ইমেইল ফিরিয়ে আনার ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে। আর্টিকেলটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন। আমাদের ওয়েবসাইটটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আরও পড়ুনঃ
- গুগল ড্রাইভ কি এবং কিভাবে ব্যবহার করব?
- ISP এর পূর্ণরূপ কী? ISP কীভাবে কাজ করে?
- NFC কি? NFC কিভাবে কাজ করে?
- গুগল ফটোসের স্টোরেজ ক্লিয়ার করার উপায়
- ন্যানোটেকনোলজি কি? এর ব্যবহার ও সুবিধা-অসুবিধা
- জিমেইল আইডি কিভাবে খুলবো?
- VPN কি? VPN ব্যবহারের সুবিধা ও অসুবিধা কি কি?
- গুগল ম্যাপে কিভাবে লোকেশন এড করব
- কলয়েড কি? কলয়েডের বৈশিষ্ট্য
- যে সব Gmail একাউন্ট বন্ধ হবে ১ ডিসেম্বর থেকে, সচল রাখতে যা করবেন