কিভাবে ফেসবুকে অটো ভিডিও প্লে বন্ধ করবেন?
কিভাবে ফেসবুকে অটো ভিডিও প্লে বন্ধ করবেন? –আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন আজকের পোস্টটি মুলত তাদের জন্যই লেখা। ফেসবুক ব্যবহারের সময় আমরা টাইম লাইনে বিভিন্ন ভিডিও পোস্ট দেখতে পাই। অনেক ক্ষেত্রে ভিডিও প্লে না করলেও অটো প্লে হয় যা ব্যবহারকারীকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। এটা একদিকে যেমন আমাদেরকে লজ্জায় ফেলে দেয় অন্যদিকে ডাটা খরচ বাড়িয়ে দেয়। এই সমস্যাটা ফেসবুকের অফিসিয়াল অ্যাপস এবং ফেসবুক লাইট ভার্সন উভয় ক্ষেত্রেই দেখা যায়। আর আপনি ভাবতে থাকেন কিভাবে এটা বন্ধ করবেন। আজকের পোষ্টে কিভাবে ফেসবুকে অটো ভিডিও প্লে বন্ধ করবেন? সে বিষয়ে আলোচনা করব।
ফেসবুকে অটো ভিডিও প্লে কেন বন্ধ রাখা দরকার
ফেসবুকে অটো ভিডিও প্লে চালু থাকলে ডাটা খরচ বেড়ে যায়। তাই অটো ভিডিও প্লে বন্ধ রাখলে ডাটা খরচ কমানো যায়। আপনি হয়তো এমন কোন অবস্থায় আছেন যখন নীরবতা বজায় রাখা দরকার। এখন যদি আপনার মোবাইলে অটো ভিডিও প্লে বন্দনা থাকে তাহলে কোন ভিডিও হঠাৎ সশব্দে প্লে হতে পারে।এতে আপনি বিব্রতকর অবস্থায় পড়তে পারেন। কিন্তু অটো ভিডিও প্লে বন্ধ থাকলে আপনি এ ধরনের সমস্যায় পড়বেন না।
আরও পড়তে ক্লিক করুনঃ
- ফেসবুক আইডি খোলার নিয়ম
- ফেসবুক কি? ফেসবুক ব্যবহারের সুবিধা ও অসুবিধা
- ফেসবুকে লক প্রোফাইল দেখার সহজ পদ্ধতি
- শীর্ষ 1000 ফেসবুক নাম সমূহ 2024, ছেলে ও মেয়েদের
- মেয়েদের ইসলামিক প্রোফাইল পিকচার/ ছবি/ ফটো/ডাউনলোড
- শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস ২০২৪
- ফেসবুক ভিডিও ডাউনলোড করার সবচেয়ে সহজ উপায়
- ছেলেদের ফেসবুক আইডির নাম | রোমান্টিক ফেসবুক আইডির নাম
- 1000+ মেয়েদের রোমান্টিক ফেসবুক আইডির নাম (নিউ কালেকশন)
কিভাবে ফেসবুকে অটো ভিডিও প্লে বন্ধ করবেন তা নিচে ধারাবাহিকভাবে বর্ননা করা হলোঃ
iOS অ্যাপ থেকে বন্ধ করার উপায়
১। প্রথমে ফেসবুক অ্যাপ ওপেন করে একাউন্টে প্রবেশ করুন ।
২। স্কিনের নিচে থেকে মেনু বাটন সিলেক্ট করুন।
৩। এরপর সেটিং এবং প্রাইভেসি অপশন দেখতে পাবেন। এটিতে ক্লিক করুন।
৪। তারপর সেটিংস অপশনে ক্লিক করুন।
৫। এবার Media and contacts অপশনে ক্লিক করুন।
৬। তারপর Videos and photos অপশনটি খুজে বের করুন।
৭। এখান থেকে Auto play অপশনটি বন্ধ করে দিন।
ব্রাউজার থেকে বন্ধ করার উপায়
১। প্রথমে যে কোন একটি ব্রাউজার ওপেন করুন এবং অ্যাড্রেস বারে Facebook.com টাইপ করে ওয়েবসাইট টি ওপেন করুন।
২। এরপর আপনার নিজের ফেসবুক অ্যাকাউন্টে লগইন করুন।
৩। এবার হোমপেজে উপরে একটি ড্রপডাউন মেনু দেখতে পাবেন।
৪। সেখান থেকে Settings and privacy অপশনটি বেছে নিন এবং settings সিলেক্ট করুন।
৫। তারপর বামদিকের মেনু থেকে ভিডিও অপশনটি সিলেক্ট করুন এবং Video autoplay অপশনটি বন্ধ করে দিন।
আপনার কাজ শেষ। এখন আর ভিডিও অটো প্লে হবে না। আপনি কোন ভিডিও দেখতে চাইলে ভিডিওটি প্লে করতে হবে।
অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে অটো ভিডিও প্লে বন্ধ করার উপায়
১. প্রথমে ফেসবুক অ্যাপসটি ওপেন করে ফেসবুক একাউন্টে প্রবেশ করতে হবে।
২. এরপর উপরে ডান কর্ণারে থ্রি বার মেনু দেখতে পাবেন, সেটাতে ক্লিক করবেন।
৩. এরপর নতুন একটি পেজ ওপেন হবে। সেখান থেকে settings & privacy তে ক্লিক করবেন।
৪. এরপর আরও কিছু অপশন পাবেন সেখান থেকে settings এ ক্লিক করবেন।
৫. এরপর আরও একটি নতুন পেজ ওপেন হবে। সেখান থেকে media অথবা media & contacts অপশনটি খুজে বের করবেন এবং সেটাতে ক্লিক করবেন।
৬. এরপর যে পেজটি ওপেন হবে সেখানে Auto play অপশনটি দেখতে পাবেন। Auto play অপশনটির অধিনে আরও তিনটি অপশন দেখতে পাবেন। সে গুলো হলো-
ক. On Mobile Data and Wi-Fi
খ. On Wi-Fi only
গ. Never Autoplay Videos
আপনি এই তিনটি অপশন থেকে Never Autoplay Videos সিলেক্ট করে দিন। তাহলে আর কখনও Video Autoplay হবে না। আপনি যদি Video দেখতে ক্লিক করেন তবেই play হবে। wikipedia
আজকের পোস্টটি এখানেই শেষ করছি। পোস্টটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি পোস্টটি পড়ে আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন এবং ফেসবুক ও টুইটারে শেয়ার করুন।