VPN কি? VPN ব্যবহারের সুবিধা ও অসুবিধা কি কি?
VPN কি? VPN ব্যবহারের সুবিধা ও অসুবিধা কি কি?– আমরা সকলেই ভিপিএন শব্দটার নাম শুনেছি। কিন্তু আমরা জানি না VPN কি? এর কাজ কি, ভিপিএন কিভাবে কাজ করে, VPN ব্যবহারের সুবিধা ও অসুবিধা কি কি? আজকের পোষ্টে এই বিষয়গুলো সংক্ষেপে আলোচনা করব ।
VPN কি?
ভিপিএন হচ্ছে নিরাপদে তথ্য আদান প্রদান করার একটি কাল্পনিক টানেল । বাস্তবে এই টানেলের কোন অস্তিত্ব নেই। এটি দিয়ে কাল্পনিক একটি প্রাইভেট নেটওয়ার্ক কে বোঝানো হয় যা ইন্টারনেটে নিরাপদে তথ্য আদান প্রদানে ব্যবহৃত হয়।ইন্টারনেট হচ্ছে একটি উন্মুক্ত তথ্য আদান প্রদানের জায়গা। পৃথিবীর সকল মানুষ এখানে সংযুক্ত হতে পারে। তাই সরাসরি তথ্য আদান প্রদানের ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ঝুঁকি এড়ানোর জন্যই মূলত ভিপিএন ব্যবহার করা হয়। তাই ব্যক্তিগত বা প্রাইভেট নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার একটি নিরাপদ পদ্ধতি হচ্ছে ভিপিএন ব্যবহার করা। ভিপিএন ব্যবহার করার মাধ্যমে ব্যবহারকারী এবং প্রাইভেট নেটওয়ার্ক সংযুক্ত করার জন্য ইন্টারনেটে একটি কাল্পনিক টানেল তৈরি হয়
Vpn এর পূর্ণরূপ কি
ভিপিএন হচ্ছে একটি কম্পিউটার সার্ভার এবং এটি নেটওয়ার্ক এর মত কাজ করে। VPN এর পূর্ণরূপ হলো Virtual Private Network.
ভিপিএন কিভাবে কাজ করে?
আইএসপি দ্বারা যদি কোন ওয়েবসাইট ব্লক করা থাকে তাহলে আপনি সেই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন না ,আইএসপি আপনাকে বাধা দিবে।
অনেক সময় কোন দেশের গভমেন্ট কে বিভিন্ন কারণে বিভিন্ন ওয়েবসাইট বন্ধ ব্লক করে রাখতে হয়।
যদি কোন দেশের গভমেন্ট আইএসপি কে কোন নির্দিষ্ট একটি ওয়েবসাইট ব্লক করে রাখতে বলে তাহলে আপনি সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারবেন না।
আপনি ভিপিএন ব্যবহার করে সেই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। কিন্তু কিভাবে? এর জন্য আপনাকে অন্যান্য দেশে থাকা কোন ভিপিএন সার্ভার যুক্ত হতে হবে।
যেহেতু আইএসপি কোম্পানিগুলো ওয়েবসাইট ব্লক করেছে কিন্তু ভিপিএন ব্লক করে নাই। তাই আপনি সহজেই অন্যদেশের ভিপিএন এর সাথে যুক্ত হতে পারবেন।
যেহেতু আপনি যে ভিপিএন সার্ভার এর সাথে যুক্ত হবেন সেটি অন্য দেশে অবস্থিত। ভিপিএন সার্ভার টি যে দেশে অবস্থিত সেই দেশের সরকার যদি ওয়েবসাইটটি ব্লক না করে থাকে তাহলে ভিপিএন সার্ভার খুব সহজেই সেই ওয়েবসাইটটি ভিজিট করতে পারবে।
এখন আপনি যে ওয়েবসাইটটি ভিজিট করতে চান সেটের জন্য ভিপিএন কে সার্ভার কে রিকোয়েস্ট করতে হবে।
ভিপিএন সার্ভার আপনার রিকুয়েস্ট করা ব্লক ওয়েবসাইটটি ভিজিট করবে। এবং আপনার ফোনে সেই ওয়েবসাইটের ডাটা গুলো ট্রান্সফার করবে। তখন আপনি সেগুলো দেখতে পাবেন।
আপনি যে সাইটটি ভিজিট করেছেন তা আইএসপি জানতে পারবে না। কারণ আপনার ডাটা ট্রান্সফার হয়েছে ভিপিএন সার্ভার এর মাধ্যমে।
আপনি ভিপিএন এর সাহায্যে আইএসপি তে ব্লক করা যেকোনো সাইট ভিজিট করতে পারবেন। যেমন মনে করেন যদি ফেসবুক আপনার দেশে বন্ধ করে দেওয়া হয় তাহলে আপনি ভিপিএন ব্যবহার করে ফেসবুকে ঢুকতে পারবেন।
ভিপিএন এর শ্রেণীবিভাগ
ভিপিএন বিভিন্ন প্রকার হতে পারে যেমন l2tp ভিপিএন , রিমোট অ্যাক্সেস ভিপিএ, পিপিটিপি ভিপিএ, সাইটোসাইট ভিপিএন, হাইব্রিড ভিপিএন , আইপি ছেক , এস এস এল , এম পি এল এস ভিপিএন ইত্যাদি।
আরও পড়তে ক্লিক করুন –
- ISP এর পূর্ণরূপ কী? ISP কীভাবে কাজ করে?
- গুগল ম্যাপে কিভাবে লোকেশন এড করব
- কলয়েড কি? কলয়েডের বৈশিষ্ট্য
- গুগল ড্রাইভ কি এবং কিভাবে ব্যবহার করব?
- NFC কি? NFC কিভাবে কাজ করে?
- ন্যানোটেকনোলজি কি? এর ব্যবহার ও সুবিধা-অসুবিধা
VPN ব্যবহারের সুবিধা ও অসুবিধা কি কি?
ইতিমধ্যে আমরা ভিপিএন কি? ভিপিএন কীভাবে কাজ করে তা জানতে পেরেছি। এখন আমরা VPN ব্যবহারের সুবিধা ও অসুবিধা গুলো জানবো।
ভিপিএন ব্যবহারের সুবিধা কি কি?
- ভিপিএন ব্যবহার করার মাধ্যমে নিরাপদে ডাটা আদান-প্রদান করা যায়।
- VPN ব্যবহার করলে কেউ আপনার অবস্থান বা লোকেশন ট্রাক করতে পারবে না।
- ভিপিএন ব্যবহার করলে হ্যাকারদের কবলে পড়ার সম্ভাবনা থাকেনা কারণ ভিপিএন আপনার আইপি অ্যাড্রেস হাইড করে রাখে।
- ভিপিএন ব্যবহার করলে আপনার নেট স্পিড এর কোন সমস্যা হবে না । ইন্টারনেট সেবা প্রদানকারী আইপিএস থেকে নেটের স্পিড পাবেন
- আপনি ভিপিএন এর সাহায্যে আইএসপি তে ব্লক করা যেকোনো সাইট ভিজিট করতে পারবেন। যেমন মনে করেন যদি ফেসবুক আপনার দেশে বন্ধ করে দেওয়া হয় তাহলে আপনি তাহলে আপনি ভিপিএন ব্যবহার করে ফেসবুকে ঢুকতে পারবেন।
- ভিপিএন ব্যবহার করলে আপনি অনলাইনে পুরোপুরি নিরাপদ থাকবেন। VPN নিরাপদ যোগাযোগ এবং ডাটা এনক্রিপ্ট করার একটি পদ্ধতি হিসেবে ব্যবহার করা হয়। ভিপিএন আপনার সব ডাটা দ্রুততার সঙ্গে পাবলিক ডোমেইনে থেকে লুকিয়ে রাখে । এছাড়া এটি আপনার ব্রাউজিং হিস্টরি কোন ট্রাক রাখেনা।
VPN ব্যবহারের অসুবিধা কি কি?
ভিপিএন ব্যবহারের যেমন সুবিধা রয়েছে তেমনি কিছু অসুবিধাও আছে । ভিপিএন ব্যবহারের প্রধান অসুবিধা হচ্ছে এটি আপনাকে টরেন্ট ফাইল ডাউনলোডের সুবিধা দিবেনা।
অধিকাংশ ভিপিএন প্রিমিয়াম সার্ভিস দিয়ে থাকে অর্থাৎ এগুলো ব্যবহারের জন্য আপনাকে টাকা খরচ করতে হবে।
তবে কিছু কিছু ফ্রি ভিপিএন সার্ভিস রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি প্রিমিয়াম এর কাছাকাছি সুবিধা পেতে পারেন। এগুলোর মধ্যে রয়েছে Hotspot Shield, SpotFlux, ProXPN ইত্যাদি।
VPN ব্যবহার এর সাবধানতা
ভিপিএন ব্যবহারের ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করা দরকার। সবক্ষেত্রে VPN ব্যবহার করা মোটেই উচিত নয়। এতে আপনার ক্ষতি হতে পারে। বিকাশ, নগদ, রকেট একাউন্টসহ যেকোনো ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে ভিপিএন ব্যবহার করা উচিত নয় ।কারণ এতে পাসওয়ার্ড ও মোবাইল নম্বরসহ যা কিছু লিখবেন তার সব কিছুই ভিপিএন সার্ভারে জমা থাকে। তাই আপনার তথ্যগুলো ভিপিএন সার্ভার দেখে নিতে পারে। আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য বিশেষ করে যে তথ্যগুলো আপনি ছাড়া অন্য কারো দেখা উচিত নয় সেগুলো ভিপিএন সার্ভার এর শেয়ার করবেন না। এছাড়া ভিপিএন ব্যবহার করে কোন অসামাজিক কাজকর্ম করা উচিত নয়।
ভিপিএন ব্যবহার করে কোন ওয়েবসাইট কি দ্রুত খোলা যায়
না,ভিপিএন ব্যবহার করে কোন ওয়েবসাইট দ্রুত খোলা যায় না। বরং ভিপিএন ব্যবহার করলে আরো স্লো হয়ে যায়।
কেন স্লো হয়ে যায় বিষয়টি একটু বুঝিয়ে বলি।
মনে করুন আপনি wikipedia ওয়েবসাইটটি খুলতে চান। ওয়েবসাইটটি খোলার জন্য সরাসরি ওয়েবসাইটটির সার্ভারে রিকোয়েস্ট পাঠালেন।
wikipedia ওয়েবসাইটটি আপনার রিকুয়েস্ট অনুযায়ী সাইটটি আপনার জন্য খুলে দিবে। কিন্তু আপনি যদি ভিপিএন ব্যবহার করে ওয়েবসাইটটি খুলতে চান।
তাহলে প্রথমে আপনার রিকুয়েস্টটি VPN সার্ভারে পৌঁছাবে। তারপর VPN সার্ভার আপনার রিকুয়েস্ট ওয়েবসাইটের সার্ভারে পাঠাবে।
ভিপিএন সার্ভারের রিকুয়েস্টটি ওয়েবসাইটে পৌছানোর পর ওয়েবসাইটটি আপনার জন্য খুলে যাবে এবং ওয়েবসাইটটি ভিউ করতে পারবেন।
তাহলে বুঝতেই পারছেন ভিপিএন ব্যবহার করলে যেকোন ওয়েবসাইট খুলতে সময় বেশি লাগবে।
ফোনে ভিপিএন ব্যবহার করা উচিত কি
আপনি প্রয়োজন অনুযায়ী ভিপিএন ব্যবহার করতে পারেন। আপনি যদি কোনো পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করেন সেক্ষেত্রে ভিপিএন ব্যবহার করতে পারেন।
এতে করে আপনার সিকিউরিটি বজায় থাকবে। এছাড়া আপনি যদি কোন ব্লক ওয়েবসাইট ভিজিট করতে চান, তাহলে ভিপিএন ব্যবহার করতে পারেন।
একান্ত প্রয়োজন ছাড়া ভিপিএন ব্যবহার না করাই ভালো।
ভিপিএন কি নিরাপদ
ভার্চুয়াল জগতে কোনকিছুই পুরোপুরি নিরাপদ নয়। তারপরও বাজার কিছু জনপ্রিয় ভিপিএন রয়েছে। এই VPN সেবাদাতা গুলোর প্রতি অনেকে আস্থা রাখছেন।
আপনার গুরুত্বপূর্ণ ডাটা অসাধু ভিপিএন নেটওয়ার্ক থেকে দ্বিতীয় বা তৃতীয় পক্ষের হাতে চলে যেতে পারে। এতে আপনার ক্ষতির হতে পারে।
আবার অনেক ভিপিএন রয়েছে যেগুলো আমাদেরকে ফ্রি সার্ভিস দেওয়ার কথা বলে। এসব ভিপিএন ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে।
আমাদেরকে খতিয়ে দেখতে হবে আমরা তাদের পাতানো ফাঁদে পা দিতে যাচ্ছে কিনা।
তাই একটু ঘাটাঘাটি করে তাদের সম্পর্কে জেনে শুনে ফ্রি ভিপিএন ব্যবহার করা উচিত।