TAP একাউন্ট খোলার নিয়ম
TAP একাউন্ট খোলার নিয়ম – বাংলাদেশে ট্রাস্ট অজিয়াটা পে সংক্ষেপে ট্যাপ বা TAP এর যাত্রা শুরু হলো। আজকের পোস্টে TAP কি, TAP একাউন্ট খোলার নিয়ম, ট্যাপ একাউন্টের সুবিধাসমুহ এবং ট্যাপ একাউন্টের সকল বিষয় নিয়ে আলোচনা করব।
TAP বা ট্যাপ কি? What is TAP?
TAP এর পূর্ণরুপ হলো Trust Axiata Pay. ট্যাপ হলো ট্রাস্ট ব্যাংক ও অজিয়াটা গ্রুপ এর মিলিত প্রচেষ্টায় গড়ে উঠা নতুন মোবাইল ব্যাংকিং সেবা।বিকাশ,নগদ, রকেট এর মতই একটি মোবাইল ব্যাংকিং সেবা হলো ট্যাপ।
ট্যাপ একাউন্ট অ্যাপের মাধ্যমে এবং মোবাইলের ডায়াল মেন্যুর মাধ্যমে ব্যবহার করা যাবে। ট্যাপ একাউন্ট খোলার পর ফোন নাম্বারকে ওয়ালেট নাম্বার হিসাবে ব্যবহার করা যাবে।
TAP বা ট্যাপ একাউন্ট এর সুবিধাসমুহ :
অন্যসব মোবাইল ব্যাংকিং অ্যাপ এর মতো ট্যাপ একাউন্টেরও অনেক সুযোগ সুবিধা রয়েছে। ট্যাপ একাউন্ট এর সুবিধাসমুহ নিম্নরুপ :
১। মানি ট্রান্সফার
২। মোবাইল রিচার্জ
৩। এড মানি
৪। ক্যাশ আউট
৫। টিউশন ফি পেমেন্ট
৬। ইউটিলিটি বিল পেমেন্ট
৭। এনআইডি ফি
৮। ইনস্যুরেন্স বিল পেমেন্ট
৯। মার্চেন্ট পেমেন্ট
১০। পাসপোর্ট ফি পেমেন্ট
ট্রাস্ট অজিয়াটা পে বা TAP অ্যাপ ডাউনলোড :
ট্যাপ অ্যাপ অ্যান্ড্রয়েড ফোন ও আই ফোনে ব্যবহার করা যাবে। এন্ড্রয়েড চালিত ফোনের জন্য ট্যাপ অ্যান্ড্রয়েড অ্যাপ গুগল play store থেকে ডাউনলোড করতে পারবেন।আইফোন এর জন্য ট্যাপ আইওএস অ্যাপ ডাউনলোড করতে হবে।
আরও পড়ুনঃ
ট্যাপ একাউন্ট খুলতে কি কি লাগে
আপনি যদি ট্যাপ একাউন্ট খুলতে চান তাহলে আপনাকে কিছু বিষয় নিশ্চিত করতে হবে।
ট্যাপ একাউন্ট খুলতে যা যা প্রয়োজন :
আপনাকে অবশ্যই বাংলাদেশী হতে হবে।
বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে।
বৈধ জাতীয় পরিচয়পত্র থাকতে হবে।
আপনার গ্রামীনফোন, বাংলালিংক, এয়ারটেল, রবি ও টেলিটক যে কোন একটি সিম থাকতে হবে।
TAP একাউন্ট খোলার নিয়ম -TAP account Opening System :
tap একাউন্ট খোলার জন্য জাতীয় পরিচয়পত্র ও একটি সিম কার্ড এর প্রয়োজন পড়বে।
ট্যাপ একাউন্ট খোলার নিয়ম ধারাবাহিক ভাবে উল্লেখ করা হলো –
১। প্রথমে play store বা অ্যাপ স্টোর থেকে TAP অ্যাপ ইনস্টল করুন।
২। এরপর অ্যাপটি ওপেন করুন।
৩। Get Started চাপুন
৪। এরপর আপনার ফোন নাম্বার চাইবে। ফোন নাম্বার লিখুন ও সিম অপারেটর সিলেক্ট করুন।
৫। এরপর উল্লেখিত ফোন নাম্বারে মেসেজের মাধ্যমে ওটিপি কোড আসবে। সেই ওটিপি কোডটি প্রদান করুন।
৬। নিচের দিকে স্ক্রল করে Agree চাপুন।
৭। এরপর আপনার নাম, লিংগ ও পেশা সিলেক্ট করে Confirm বাটনে চাপুন।
৮। আপনার TAP ওয়ালেটের ৪ ডিজিটের পিন প্রদান করে Proceed চাপুন।
৯। তারপর Let’s Continue চাপুন।
১০। এরপর আপনার এনআইডি কার্ড এর সামনের অংশের ছবি তুলুন ও Confirm চাপুন।
১১। তারপর এনআইডি কার্ড এর অন্য অংশের ছবি তুলুন ও Confirm চাপুন।
১২। এরপর প্রদান করা সকল তথ্য প্রদর্শিত হবে সব তথ্য ঠিক থাকলে Confirm চাপুন
১৩। এরপর আপনার নিজের স্লেফি নিতে বলা হবে। আপনার সেলফি তুলুন এবং সেলফি তোলা হয়ে গেলে Confirm চাপুন
১৪। এরপর কিছু সময়ের জন্য আপনার প্রদত্ত তথ্যগুলো ভেরিফাই করা হবে। সঠিকভাবে সকল তথ্য প্রদান করলে লগিন পেজ দেখতে পাবেন।
১৫। লগিন পেজে আপনার ট্যাপ একাউন্ট এর নাম্বার ও পিন কোড দিয়ে লগিন করুন। খোলা হয়ে গেল আপনার ট্যাপ একাউন্ট।
ট্যাপ একাউন্টে ক্যাশ ইন চার্জ -TAP Cash In Charge
Tap একাউন্টে এজেন্টের কাছ থেকে ক্যাশ ইন করা যাবে একদম বিনামুল্যে।
আবার চাকুরির বেতনের ক্ষেত্রে ০.৯০ শতাংশ ক্যাশ ইন চার্জ গৃহিত হবে।
ষ্টুডেন্ট একাউন্ট এর ক্ষেত্রে ট্যাপ এর ক্যাশ ইন চার্জ হবে ০.৬০ শতাংশ।
তবে ট্যাপ এর শাখা থেকে চার্জ ছাড়াই cash In করা যাবে।
Tap ক্যাশ আউট চার্জ -TAP Cash Out Charge :
অ্যাপ ব্যবহার করে ক্যাশ আউট করলে চার্জ হবে ১.৫০ শতাংশ।
আর মোবাইল USSD বা মেন্যু ব্যবহার করে এজেন্ট এর কাছ থেকে ট্যাপ ক্যাশ আউট করলে চার্জ হবে ১.৮০ শতাংশ।
ট্যাপ এর শাখা থেকে ক্যাশ আউট করলে ট্যাপ ক্যাশ আউট চার্জ ১ শতাংশ অর্থাৎ হাজারে ১০ টাকা।
tap মোবাইল ব্যাংকিং মেন্যু কোড – TAP USSD Menu Code :
বিকাশ, নগদ সহ অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবার মত ট্যাপের ও মোবাইল ব্যাংকিং মেন্যু কোড রয়েছে। ট্যাপ মোবাইল ব্যাংকিং এর মেন্যু কোড হলো *201# অর্থাৎ মোবাইলে *201# ডায়াল করে ট্যাপ মোবাইল ব্যাংকিং এর সকল সুবিধা উপভোগ করা যাবে।
TADL-Trust Axiata Digital Limited
ট্যাপ এজেন্ট লিস্ট
আপনি খুব সহজে আপনার নিকটস্থ ট্যাপ এজেন্ট এর ঠিকানা খুঁজে বের করতে পারবেন। এর জন্য আপনাকে ট্যাপ এর ওয়েবসাইটে থাকা এজেন্ট লোকেটর টুলস ব্যবহার করতে হবে। এই টুলসের সাহায্যে আপনি আপনার নিকটস্থ ট্যাব এজেন্টের ঠিকানা খুঁজে বের করতে পারবেন।
ট্যাপ মোবাইল ব্যাংকিং helpline :
tap একাউন্ট ব্যবহারে কোনো সমস্যায় পড়লে নিচের নাম্বারে ফোন করে সমস্যা সমাধান করা যাবে।
ট্যাপ এর ওয়েবসাইটে যোগাযোগের জন্য নিচের ফোন নাম্বারগুলো দেওয়া আছেঃ
TNT নাম্বার : +88 02 48812261
ফ্যাক্স নাম্বার : +88 02 48812262
হেল্পলাইন নাম্বার : 09612201201
ট্যাপ অফিসের ঠিকানা
ট্রাস্ট অজিয়াটা ডিজিটাল লিমিটেড
৫৭ ও ৫৭/এ, উদয় টাওয়ার (১৭ তলা)
গুলশান এভিনিউ ,গুলশান – ১
ঢাকা – ১২১২
আশা করি আজকের পোস্টটি পড়ে আপনি ট্যাপ একাউন্ট খুলতে শিখেছেন বা TAP Account খোলার নিয়ম জানতে পেরেছেন। পোস্টটি পড়ে উপকৃত হলে কমেন্ট করে জানাবেন।