নগদ একাউন্ট খোলার পদ্ধতি 2024
নগদ একাউন্ট খোলার পদ্ধতি 2024 – বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা হচ্ছে নগদ। 2019 সালের 26 শে মার্চ নগদ যাত্রা শুরু করে। ইতিমধ্যে নগদ দেশের জনগণের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। নগদে সেবার মান এবং সুবিধাজনক লেনদেনের কারণে দেশের অনেক মোবাইল ব্যাংকিং সেবাকেই পেছনে ফেলেছে নগদ। বিকাশ 2014 সাল থেকে বাংলাদেশের মোবাইল ব্যাংকিং জগতে আধিপত্য বিস্তার করে রেখেছিল। নগদ সেই বিকাশকেই একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে সক্ষম হয়েছে। বর্তমানে নগদের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ এর কারণে সকলেই নগদ একাউন্ট এর মাধ্যমে লেনদেন করতে আগ্রহী হচ্ছেন। তাদের মত আপনিও একজন নগদ এর গ্রাহক হতে পারেন। তার জন্য প্রয়োজন একটি নগদ একাউন্ট। আজকের পোষ্টে নগদ একাউন্ট খোলার পদ্ধতি নিয়ে আলোচনা করব। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত পোস্টটি মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনি একটি নগদ একাউন্ট খুলতে সক্ষম হবেন।
নগদ একাউন্টের ধরন
নগদে সাধারণত তিন ধরনের একাউন্ট খোলা যায়-
নগদ পার্সোনাল একাউন্ট
Nagad উদ্যোক্তা একাউন্ট
নগদ মার্চেন্ট একাউন্ট
আরও পড়ুনঃ
- নগদ একাউন্টের পিন ভুলে গেলে করণীয় কি? পিন কোড রিসেট করার পদ্ধতি
- TAP একাউন্ট খোলার নিয়ম
- বিকাশ একাউন্ট খোলার নিয়ম 2024
নগদ পার্সোনাল একাউন্ট
সাধারণত ব্যক্তিগত লেনদেনের জন্য যে একাউন্ট খোলা হয় সেটি পার্সোনাল অ্যাকাউন্ট। গ্রাহকরা এই ধরনের অ্যাকাউন্ট খুললে মোবাইল ব্যাংকিং সেবা গুলোর সুবিধা দিয়ে থাকে। আপনি যদি অন্যান্য মোবাইল ব্যাংকিং সম্পর্কে অবগত হয়ে থাকেন তাহলে ইতিমধ্যে নগদ পার্সোনাল একাউন্ট সম্পর্কে জানেন। পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে একজন গ্রাহক কে কিছু সাধারণ তথ্যাবলী প্রদান করতে হয়। যেমন জাতীয় পরিচয়পত্র ,নাম, ঠিকানা ছবি ইত্যাদি।অধিকাংশ গ্রাহকই আর্থিক লেনদেনের জন্য নগদ পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন।
Nagad পার্সোনাল একাউন্ট এর সুবিধা
নগদ পার্সোনাল একাউন্ট এর বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট না থাকলেও আপনি নগদ পার্সোনাল একাউন্টের মাধ্যমে ব্যাংকিং সেবার সুবিধাগুলো ভোগ করতে পারবেন। আপনি নগদ একাউন্টে যে কোন সময় 3 লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারবেন এবং দেশের যেকোনো জায়গা থেকে প্রয়োজনে টাকা উঠাতে পারবেন। নগদ একাউন্ট ব্যবহার করে টাকা পাঠানো, বিল প্রদান, মোবাইল রিচার্জ ,ফি প্রদান ইত্যাদি সুবিধাগুলো ভোগ করতে পারবেন।
নগদ পার্সোনাল একাউন্ট খোলার পদ্ধতি
ইউএসএসডি কোড ডায়াল করে নগদ একাউন্ট খোলার পদ্ধতি
আপনি ইউএসএসডি কোডের সাহায্যে খুব সহজেই একটি নগদ একাউন্ট খুলতে পারবেন। নগদ একাউন্ট খোলার ইউএসএসডি করতে হচ্ছে *১৬৭# ।
*১৬৭# ডায়াল করে নগদ একাউন্ট খোলার পদ্ধতি–
১। প্রথমে ইউএসএসডি কোড *১৬৭# ডায়াল করুন।
২। তারপর আপনার পছন্দমত চার সংখ্যার পিন নাম্বার সেট করুন।
৩। পিন নম্বরটি নিশ্চিত করতে পূর্বের পিন পুনরায় টাইপ করুন।
৪। আপনার নগদ একাউন্টে জমাকৃত টাকার উপর মুনাফা পেতে চান কিনা তা নিশ্চিত করুন।
তাহলেই আপনার একটি নগদ পার্সোনাল একাউন্ট খোলা হয়ে যাবে।
আপনি যদি আপনার একাউন্টের সকল সুবিধা ভোগ করতে চান তাহলে অবশ্যই জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশন করে নিতে হবে।
মোবাইল অ্যাপের সাহায্যে নগদ একাউন্ট খোলার পদ্ধতি
ধাপ ১। নগদ অ্যাপ ইনস্টল করা
নগদ অ্যাপ এর মাধ্যমে নগদ একাউন্ট খোলার জন্য প্রথমে আপনার মোবাইলের নগদ অ্যাপ টি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। নগদ অ্যাপটি গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টরে পেয়ে যাবেন। অ্যাপ ইন্সটল করার জন্য প্রথমে গুগল প্লে স্টোর ওপেন করুন। তারপর সার্চ বারে nagad লিখে সার্চ করলেই অ্যাপসটি পেয়ে যাবেন।
তারপর ইনস্টল বাটনে ট্যাগ করুন। তাহলেই ইন্টারনেট স্পিড ঠিক থাকলে কিছুক্ষণের মধ্যেই অ্যাপস টি ডাউনলোড ইনস্টল হয়ে যাবে।
ধাপ ২। মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন
নগদ অ্যাপ ইন্সটল করার পর মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। নগদ অ্যাপ টি ওপেন করলেই নিচের চিত্রের মত একটি স্ক্রিন দেখতে পাবেন। রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন বাটন এ ক্লিক করুন।
নগদ মোবাইল ব্যাংকিং এর গ্রাহক হওয়ার জন্য একটি মোবাইল নম্বরের প্রয়োজন হবে। তাই একাউন্ট খোলার জন্য আপনার মোবাইল নম্বরটি প্রদান করুন। এরপর পরবর্তী ধাপে ক্লিক করুন।
তারপর আপনার মোবাইল নাম্বারের অপারেটর নির্ধারণ করতে হবে। আপনি যে সিম ব্যবহার করে নগদ একাউন্ট খুলতে যাচ্ছেন সেটি কম সিম কোম্পানির তা নির্ধারণ করতে হবে।
ধাপ ৩। জাতীয় পরিচয়পত্র নিশ্চিত করণ
মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আর্থিক লেনদেন হয়ে থাকে। তাই আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহারকারীকে কারী কে নিজের পরিচয় নিশ্চিত করতে হয়। আর আপনার জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে এই পরিচয় নিশ্চিত করতে পারবেন। নগদ অ্যাপস এর সাহায্যে আপনার ফোনের ক্যামেরা দিয়েই জাতীয় পরিচয় পত্র স্ক্যান করতে পারবেন। স্ক্যান করে জাতীয় পরিচয় পত্রের সামনের ও পেছনের দিকের ছবি দিতে হবে।
উপরের চিত্রের ন্যায় স্কিনের ক্যামেরা চিহ্নিত বাটনে ট্যাপ করলেই অ্যাপটি ছবি তোলার জন্য ক্যামেরা ব্যবহারের অনুমতি চাইবে। ছবি তোলা এবং অডিও রেকর্ড করার অনুমতি দিতে ‘Allow’ বাটনে ট্যাপ করুন।
এরপর ছবি তোলার জন্য ক্যামেরা সরাসরি চালু হয়ে যাবে। আপনার জাতীয় পরিচয়পত্রের দুই পিঠের ছবি স্পষ্ট ভাবে তুলুন এবং অপ্রয়োজনীয় অংশ ক্রপ করে বাদ দিন।
৪। স্ক্যান করা তথ্য যাচাই
জাতীয় পরিচয় পত্রের আপলোড করা ছবিগুলো দিয়ে স্পষ্ট হয় তাহলে নগদ স্বয়ংক্রিয়ভাবে আপনার পরিচয় পত্র যাচাই করুন। যদি প্রক্রিয়াটি সফল হয় তাহলে আপনার জাতীয় পরিচয় পত্রের সকল তথ্য আপনার সামনে উপস্থাপন করবে ।এসব তথ্যের মধ্যে থাকবে জাতীয় পরিচয় পত্র নম্বর, আপনার নাম,মায়ের নাম, পিতার নাম বা স্বামীর নাম, জন্মতারিখ, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা।
আপনার তথ্যগুলো সঠিক আছে কিনা তা যাচাই করে নিন। যদি কোন ভুল থাকে তাহলে তা ঠিক করুন। তারপর পরবর্তী বাটনে ক্লিক করুন।
ধাপ ৫। অন্যান্য তথ্য পূরণ
এই ধাপে আপনার জেন্ডার, লেনদেনের উদ্দেশ্য এবং পেশা নির্ধারণ করতে হবে। সেই সাথে আপনার নগদ একাউন্টের জমাকৃত টাকার উপর মুনাফা গ্রহণ করতে চান কিনা তা সিলেক্ট করে দিন।
আপনার সকল তথ্য সঠিক আছে কিনা তা ভালোভাবে দেখে নিন। এরপর নেক্সট বাটনে ট্যাপ করুন।
ধাপ ৬। ছবি আপলোড
এই ধাপে নগদ অ্যাপ এর মাধ্যমে নগদ একাউন্ট ব্যবহারকারীর ছবি আপলোড করতে হবে। আপনার সাথে সাথে ছবি আপলোড করতে পারবেন অথবা পরেও আপলোড করতে পারবেন। আপনি যদি পরে ছবি আপলোড করতে চান তাহলে স্কিপ করুন। আর যদি এই ধাপেই ছবি আপলোড করতে চান তাহলে নগদ অ্যাপ আপনার ক্যামেরা ব্যবহারের অনুমতি চাইবে। অনুমতি প্রদান করুন এবং অ্যাপের মাধ্যমে একটি স্পষ্ট ছবি তুলে দিন।
ছবি তোলার নিয়ম
ছবি তোলার সময় যদি চোখে চশমা থাকে তা খুলে ফেলুন।
ফ্রেমের মধ্যে আপনার সম্পূর্ণ মুখ মন্ডল রাখুন।
ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে।
আপনার ছবি তোলার সময় আপনার চেহারা এবং ক্যামেরা স্থির রাখার চেষ্টা করুন ।
ছবি তোলার সময় বারবার চোখের পলক ফেলুন।
চোখের পলক ফেলার পরেই আপনার ছবি তোলা হয়ে যাবে।
আপনার যদি ছবিটি পছন্দ না হয় তাহলে পুরনো ছবি তুলতে পারবেন। যদি এভাবে তোলা ছবি খুব একটা ভালো হয় না। এরপর একটি নতুন পেজে আপনার ছবিটি আবার দেখাবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নেক্সট বাটনে ক্লিক করুন।
ধাপ ৭। স্বাক্ষর প্রদান এবং শর্তাবলী সাথে একমত পোষণ
প্রত্যেকটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কিছু শর্তাবলী থাকে। নগদেরও কিছু শর্তাবলী আছে। নগদ এর মোট 14 টি শর্তাবলী রয়েছে। আপনি চাইলে এই শর্তগুলো পড়ে দেখতে পারেন। শর্তগুলো ভালোভাবে পড়ে আমি নগদ এর শর্তাবলীর সাথে একমত বাটনে ট্যাপ করুন।
নগদের টার্মস এন্ড কন্ডিশন একসেপ্ট করার পর আপনার স্বাক্ষর প্রদান করতে হবে। অ্যাপের মাধ্যমে স্বাক্ষর করার ব্যবস্থা রয়েছে। স্বাক্ষরের স্থানে সুন্দরভাবে আপনার স্বাক্ষরটি করুন। পছন্দ না হলে মুছে ফেলুন এবং পুনরায় স্বাক্ষর করুন। স্বাক্ষরটি যথাযথ মনে হলে পরবর্তী বাটনে ক্লিক করুন।
ধাপ ৮। আপলোড স্ট্যাটাস
এই ধাপের আপনি নগদ একাউন্ট খোলার জন্য যা কিছু তথ্য আপলোড দিয়েছেন তার প্রতিটির আপলোড স্ট্যাটাস দেখাবে। আপলোড স্ট্যাটাস দেখে আপনি বুঝতে পারবেন আপলোড সফল হয়েছে কিনা। জাতীয় পরিচয় পত্রের দুই দিক, ছবি ও স্বাক্ষর এর পাশে সফল লেখা থাকবে। যা দেখে আপনি বুঝতে পারবেন আপনার সকল আপলোড সফল হয়েছে। এরপর পরবর্তী বাটনে ক্লিক করুন।
ধাপ ৯। তথ্য যাচাই
এ ধাপে নগদ একাউন্ট খোলার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যেসব তথ্য দিয়েছেন তার সবগুলোই আপনার সামনে উপস্থাপন করা হবে।
তথ্যগুলো ভালোভাবে দেখে নিন। সব ঠিক আছে কিনা তা যাচাই করুন।
যদি কোনো তথ্য ঠিক না থাকে তাহলে পূর্ববর্তী বাটনে ক্লিক করে সংশ্লিষ্ট ধাপে ফেরত চান এবং তথ্য ঠিক করে দিন।
আর যদি সকল তথ্য ঠিক থাকে তাহলে পরবর্তী বাটনে ক্লিক করুন।
ধাপ ১০। মোবাইল নাম্বার যাচাই
মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে মোবাইল নাম্বার যাচাই করা অত্যন্ত জরুরী। নগদ একাউন্ট খোলার জন্য ব্যবহৃত সিম নাম্বার টি আপনার কাছে আছে কিনা তা যাচাই করার জন্য উক্ত নাম্বারে একটি কটি পিক পাঠানো হবে। ওটিপি কোটি এক মিনিটের মধ্যে নগদ অ্যাপে প্রদান করতে হবে।
ওটিপি কোড সঠিকভাবে লেখা হলে যাচাই করুন বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনার মোবাইল নম্বরটি ভেরিফাই হয়ে যাবে।
ধাপ ১১। পিন সেট করা
মোবাইল নাম্বারটিও ভেরিফাই হওয়ার পরে আপনার অ্যাকাউন্টের জন্য পিন সেট করতে হবে।
পিন সেট করার সময় নিচের বিষয়গুলো মনে রাখতে হবে।
প্রথম চারটি সংখ্যা বা প্রথম চারটি জোড় বা বিজোড় সংখ্যা পিন নাম্বার হিসেবে ব্যবহার করা যাবে না।
পিনটি অনুমেয় রাখা যাবে না আবার ভুলে গেলে হবে না।
নিজের জন্ম সাল অথবা কোনো নিকটাত্মীয়ের জন্ম সাল হিসেবে ব্যবহার করা যাবে।
কিন্তু আপনার পরিচিত কোন ব্যক্তি এমন পেয়ে অনুমান করে সহজে আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে।
আপনার পিন নম্বরটি গোপন রাখার দায়িত্ব আপনার। একাউন্টের পিন নম্বরটি কাউকে বলা যাবে না।
পিন নম্বরটি কারও সাথে শেয়ার করা যাবে না।
আর নগদ কর্তৃপক্ষ কখনোই আপনার কাছে কোন ধরনের কোড বা পিন কোড নাম্বার জানতে চাই না।
নগদ একাউন্টের পিন সেট করতে প্রথমে নগদ অ্যাপে পিনটি লিখুন এবং পুনরায় লিখুন। এরপর সাবমিট বাটনে ক্লিক করুন।
ধাপ ১ ২। নগদ অ্যাপ কি ফোনের সাথে যুক্ত করুন
সুন্দর ও সাবলীল ভাবে নগদ অ্যাপ ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই নগদ অ্যাপ কে ফোনের সাথে যুক্ত করতে হবে।কারণ মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহার করতে অবশ্যই আপনাকে মোবাইল নাম্বার ইনপুট করতে হবে। নগদ অ্যাপের সাথে যদি আপনার মোবাইলের কন্টাক্ট অ্যাপ এর সাথে সংযোগ থাকে তাহলে কাজটি খুব সহজ হয়। এতে নগদ অ্যাপে আপনার ফোনে সেভ করা নাম্বার গুলো স্বয়ংক্রিয় ভাবে চলে আসবে। ফলে আপনি আলাদাভাবে নাম্বার লেখার ঝামেলা থেকে মুক্তি পাবেন।
আপনার ফোনে উপরের ছবির মত একটি বন্ধ দেখাবে। আপনার শুধু ‘Allow’ বাটনে ট্যাপ করে অনুমতি দিয়ে দিবেন। তাহলেই আপনি নগদ পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। সফল ভাবে নগদ একাউন্ট খোলা হলে আপনার ফোনে স্বাগতম জানিয়ে একটি মেসেজ আসবে এবং আপনাকে একটি ভার্চুয়াল কার্ড নাম্বার প্রদান করা হবে।
এরপর পরবর্তী বাটনে ট্যাগ করলে আপনাকে নগদ অ্যাপের হোমপেজে নিয়ে যাওয়া হবে।
আর নগর পার্সোনাল একাউন্টের সকল সুবিধা এখান থেকে উপভোগ করতে পারবেন।
কিছু সাধারণ জিজ্ঞাসা
নগদ এর সাথে যোগাযোগ করব কিভাবে?
উত্তরঃ নগদ একাউন্ট সম্পর্কিত যে কোন তথ্য জানতে কল করুন, ১৬১৬৭ নাম্বারে।
নগদ একাউন্টে টাকা জমা রাখতে কি কোন চার্জ দিতে হয়?
উত্তরঃ না, টাকা জমা রাখতে কোন চার্জ দিতে হয় না। শুধু ক্যাশ আউটের সময় চার্জ দিতে হয়।
ভার্চুয়াল কার্ড নাম্বার কি?
উত্তরঃ ভার্চুয়াল কার্ড নম্বর হচ্ছে নগদ সিস্টেম করতে স্বয়ংক্রিয়ভাবে সৃষ্ট একটি নাম্বার। এই নাম্বার নগদ একাউন্ট খোলার সময় তৈরি হয়।
দোকান না থাকলে কি নগদ উদ্যোক্তা হওয়া যাবে?
উত্তরঃ না, দোকানদার থাকলে নগদ উদ্যোক্তা হওয়া যাবেনা। নগদ উদ্যোক্তা হওয়ার জন্য অবশ্যই একটি দোকান থাকতে হবে।
ভুল পিন প্রবেশ করালে কী হবে?
উত্তরঃ আপনি যদি একাধারে তিনবার ভুল পিন নম্বর প্রবেশ করান তাহলে পিন নম্বরটি সাময়িকভাবে ব্লক করা হবে। এরপর আপনাকে নগদের কাস্টমার সার্ভিসে যোগাযোগ করতে হবে। তাহলে আপনার পিন নম্বরটি আবার মুক্ত করতে পারবেন।
নগদে কি বিদেশি মুদ্রা জমা রাখার সুযোগ আছে?
উত্তরঃ না, নগদে বিদেশি মুদ্রা জমা রাখার কোন সুযোগ নেই। নগদ একাউন্ট শুধু টাকা জমা রাখতে পারবেন।
শেষ কথা
সবার সাথে তাল মিলিয়ে এই প্রতিযোগিতার বাজারে নগদ খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। আশা করি উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে আপনি খুব সহজেই একটি নগদ একাউন্ট খুলতে পারবেন। এবং নগদ পরিবারের সাথে যুক্ত হয়ে উপভোগ করুন দারুন সব অফার এবং সুবিধা।