ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২২ এর সময় সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)

ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২২ এর সময় সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)-আগামী ২০ শে নভেম্বর শুরু হতে যাচ্ছে ফিফা দ্বারা আয়োজিত আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের ২২তম আসরের চূড়ান্ত পর্ব। এবার বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা কাতারে অনুষ্ঠিত হবে। আরব বিশ্বের কোন দেশে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের ফুটবল বিশ্বকাপে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার অন্তর্ভুক্ত ৩২ টি দেশের জাতীয় ফুটবল দল (পুরুষ) প্রতিযোগিতা করবে। কাতারের তীব্র গ্রীষ্মকালীন উত্তাপের কারণে এই আসরটি অনুষ্ঠিত হবে ২০২২ সালের ২০শে নভেম্বর হতে ১৮ই ডিসেম্বর পর্যন্ত। এটি ৩২ দলের অংশগ্রহণে আয়োজিত সর্বশেষ ফিফা বিশ্বেকাপ। আগামী ২০২৬ সালে ৪৮ টি দলের অংশগ্রহণে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
ফিফা বিশ্বকাপ ২০২২ এর বিবরণ :
স্বাগতিক দেশ : কাতার
তারিখ : ২০ নভেম্বর – ১৮ ডিসেম্বর, ২০২২
মোট দল : ৩২ টি
ভেন্যু – ৮ টি (৫ টি আয়োজক শহরে)
এবার দেখে নেওয়া যাক কোন গ্রুপে কোন দল রয়েছে –
গ্রুপ এ : কাতার , নেদারল্যান্ডস, সেনেগাল ইকুয়েডর
বি : ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান ও ওয়েলস
সি : আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব
ডি: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া ও অস্ট্রেলিয়া
ই: স্পেন, জার্মানি, জাপান ও কোস্টারিকা
এফ: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা
জি: ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন
এইচ: পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানা
ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২২ এর সময় সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)
বিশ্বকাপ ফুটবল গ্রুপ পর্বের খেলা :
গ্রুপ পর্বের খেলা শুরু হবে ২০ নভেম্বর,২০২২ এবং শেষ হবে ০৩ ডিসেম্বর,২০২২। প্রতিদিন চারটি করে খেলা অনুষ্ঠিত হবে।গ্রুপ পর্বের খেলা চলবে ১২ ধরে। গ্রুপ পর্ব থেকে ১৬ টি দল পরবর্তী রাউন্ডে যাবে।
বিশ্বকাপ ফুটবল শেষ ১৬ এর খেলা :
এই পর্বের খেলা শুরু হবে ৩ ডিসেম্বর এবং শেষ হবে ৭ ডিসেম্বর,২০২২। এখান থেকে ৮ টি দল কোয়ার্টার ফাইনালে উঠবে এবং বাকি দেশগুলো এ আসর থেকে বিদায় নিবে।
কোয়ার্টার ফাইনাল :
৯ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালের খেলা শুরু হবে এবং ১১ ডিসেম্বর কোয়ার্টার ফাইনাল শেষ হবে। wikipedia
সেমিফাইনাল :
১৪ ডিসেম্বর প্রথম সেমিফাইনাল এবং ১৫ ডিসেম্বর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথমে সেমিফাইনালে মুখোমুখি হবে ম্যাচ -৫৭ জয়ী দল ও ম্যাচ -৫৮ জয়ী দল। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ম্যাচ – ৫৯ জয়ী দল ও ম্যাচ – ৬০ জয়ী দল।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ :
১৭ ডিসেম্বর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেমিফাইনালের পরাজিত দুই দল এ খেলায় অংশগ্রহণ করবে।
বিশ্বকাপ ফাইনাল :
বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯ টায় অনুষ্ঠিত হবে। সেমিফাইনালের বিজয়ী দুই দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে।