Train Schedule

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা ২০২৪

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা ২০২৪ – সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা টু খুলনা এবং খুলনা টু ঢাকা রুটে চলাচল করে। সুন্দরবন এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। এই ট্রেনটি যাত্রীদেরকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। আপনি যদি সুন্দরবন এক্সপ্রেস ভ্রমণ করতে চান তাহলে ট্রেনটির সম্পর্কে জানা আপনার অবশ্যই প্রয়োজন। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটির সম্পর্কে জানতে এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত করুন। এই আর্টিকেলে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি সম্পর্কে সকল তথ্য তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন >>> দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩, টিকেট ও ভাড়ার তালিকা

আরও পড়ুন >>> বনলতা এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী ২০২৩

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

ঢাকা টু খুলনা এবং খুলনা টু ঢাকা রুটে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহ ছয় দিন চলাচল করে। ঢাকা টু খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস (৭২৫) ট্রেনটি সকাল ৮ টা ১৫ মিনিটে ঢাকা থেকে যাত্রা শুরু করে  এবং বিকাল ১৭:৪০ মিনিটে খুলনায় পৌঁছায়। আবার সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি খুলনা টু ঢাকা যাত্রাকালে খুলনা রেল স্টেশন থেকে ২২ঃ১৫ মিনিটে যাত্রা শুরু করে এবং ০৭ঃ০০  মিনিটে ঢাকায় পৌঁছায়।

সম্মানিত যাত্রীদের সুবিধার্থে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী টেবিলের মাধ্যমে নিচে উল্লেখ করা হলো-

স্টেশনের নাম

ছাড়ার সময়

পৌঁছানোর সময়

ঢাকা টু খুলনা

০৮ঃ১৫ ১৭ঃ৪০ 
খুলনা টু ঢাকা২২ঃ১৫ 

০৭ঃ০০ 

আরও পড়ুন >>> সৈয়দপুর টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা ২০২৩

আরও পড়ুন >>> নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩, টিকেট ও ভাড়ার তালিকা

সুন্দরবন এক্সপ্রেস ট্রেন বন্ধের দিন

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ছয় দিন ঢাকা টু খুলনা এবং খুলনা টু ঢাকা রুটে চলাচল করে। সপ্তাহে একদিন কেউ সাপ্তাহিক ছুটি রয়েছে।  ঢাকা টু খুলনা  রুটে সপ্তাহে একদিন ছুটি সেটি হচ্ছে বুধবার। আবার খুলনা টু ঢাকা রুটে ট্রেনটির ছুটির  দিন হচ্ছে  শুক্রবার।

নিচের টেবিল থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন দেখে নিন-

ট্রেনের নম্বর

ছুটির দিন

ঢাকা টু খুলনা (৭২৫ )

বুধবার
খুলনা টু ঢাকা (৭২৬)

শুক্রবার 

আরও পড়ুন >>>  একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী টিকিট ও ভাড়ার তালিকা ২০২৩

আরও পড়ুন >>>  লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩

সুন্দরবন এক্সপ্রেস কোথায় কোথায় থামে

সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ঢাকা টু খুলনা এবং খুলনা টু ঢাকা রুটে দীর্ঘ পথ অতিক্রম করার সময় বিভিন্ন স্টেশনে বিরতি দিয়ে থাকে।  ট্রেনটি কোন স্টেশনে কত সময়ের জন্য থামে এবং কখন ছাড়ে নিচে তা উল্লেখ করা হলো।

বিরতি স্টেশনের নাম

খুলনা থেকে (৭২৫ )

ঢাকা থেকে (৭২৬)

দৌলতপুর

২২ঃ২৫ ১৭ঃ১৯ 
নওয়াপাড়া২২ঃ৪৯ 

১৬ঃ৫২ 

যশোর

২৩ঃ২০ ১৬ঃ২০ 
কোট চাঁদপুর২৪ঃ০০ 

১৫ঃ৪২ 

চুয়াডাঙ্গা

০০ঃ৫৩ ১৪ঃ৪১ 
আলমডাঙ্গা০১ঃ১৩ 

১৪ঃ২০ 

পোড়াদহ

০১ঃ৩২  ১৪ঃ০১ 
ভেড়ামারা০১ঃ৫৩ 

১৩ঃ৪০ 

ঈশ্বরদী

০২ঃ১৫ ১৩ঃ০০ 
চাটমোহর০৩ঃ০০ 

১২ঃ২৪ 

বড়াল ব্রিজ

০৩ঃ১৫ ১২ঃ০৮ 
উল্লাপাড়া০৩ঃ৩৬ 

১১ঃ৪৬ 

জামতৈল

০৩ঃ৫১ ১১ঃ৩২ 
শহীদ এম মনসুর আলী০৪ঃ০০ 

১১ঃ২১ 

বঙ্গবন্ধু সেতু পর্ব

০৪ঃ৪২ ১০ঃ৪৫ 
জয়দেবপুর ০৫ঃ৫৭ 

০৯ঃ১২ 

বিমানবন্দর

০৬ঃ২৫ 

০৮ঃ৪২ 

আরও পড়ুন >>>   হাওর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী,টিকেট ও ভাড়ার তালিকা ২০২৩

আরও পড়ুন >>>   সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা ২০২৩

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ভাড়া

আপনি যদি সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের কথা ভেবে থাকেন তাহলে ট্রেনটির টিকিটের মূল্য জেনে নিন। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটিতে কয়েক শ্রেণীর আসন ব্যবস্থা রয়েছে।  টিকিটের মূল্য  আসন ভেদে আলাদা আলাদা। ট্রেনটিতে রয়েছে শোভন, শোভন চেয়ার এবং এসি সিট সহ কয়েক ধরনের আসন ব্যবস্থা। যাত্রীরা তাদের সমর্থ্য অনুযায়ী কাউন্টারে গিয়ে টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়া ঘরে বসে অনলাইনের মাধ্যমে টিকিট করে করতে  পারবেন।

নিচে ঢাকা থেকে খুলনা পর্যন্ত সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের টিকিটের মূল্য উল্লেখ করা হলো।

স্টেশনের নাম শোভন শোভন চেয়ার প্রথম সিট এসি সিট
জয়দেবপুর ৩৫ টাকা ৪০ টাকা ৮০ টাকা ৯০ টাকা
মির্জাপুর ৬৫ টাকা ৮০ টাকা ১০৫ টাকা ১৩০ টাকা
টাঙ্গাইল ৯০ টাকা ১০৫ টাকা ১৪০ টাকা ১৭৫ টাকা
বিবি পূর্ব ১০৫ টাকা ১২৫ টাকা ১৬৫ টাকা ২১০ টাকা
জামতলী ১৮০ টাকা ২১৫ টাকা ২৮৫ টাকা ৩৫৫ টাকা
উল্লাপাড়া ১৯০ টাকা ২২৫ টাকা ৩০০ টাকা ৩৭৫ টাকা
বড়াল ব্রীজ ২০৫ টাকা ২৪৫ টাকা ৩২৫ টাকা  ৩৭৫ টাকা
চাটমোহর২১০ টাকা ২৫০ টাকা ৩৩৫ টাকা ৪০৫ টাকা
ঈশ্বরদী ২২৫ টাকা ২২৫ টাকা ২৭০ টাকা ৪২৫ টাকা
ভেড়ামারা ২৬৫ টাকা ২৭০ টাকা ৩৩৫ টাকা ৪৫০ টাকা
মিরপুর ২৭০ টাকা৩২০ টাকা ৪২৫ টাকা ৫৩০ টাকা
পোড়াদহ ২৮০ টাকা ৩২৫ টাকা ৪৩৫ টাকা ৫৪০ টাকা
আলমডাঙ্গা ২৯০ টাকা ৩৩৫ টাকা ৪৪৫ টাকা ৫৫৫ টাকা
চুয়াডাঙ্গা৩০০ টাকা ৩৪৫ টাকা ৪৬০ টাকা ৫৭৫ টাকা
কোট চাঁদপুর ৩৩৫ টাকা ৩৬০ টাকা ৪৮০ টাকা ৬০০ টাকা
যশোর ৩৫০ টাকা ৪২০ টাকা ৫৬০ টাকা ৭০০ টাকা 
খুলনা  ৩৯০ টাকা ৪৬৫ টাকা ৬২০ টাকা ৭৭৫ টাকা 

শেষ কথা

আশা করি আজকের কনটেন্টটি পড়ে আপনি সুন্দরবন এক্সপ্রেস ট্রেন সম্পর্কে জানতে পেরেছেন। এই কনটেন্ট এর তথ্যগুলো আপনার ভ্রমণে  সহায়তা করবে। আপনার ভ্রমণ আনন্দময় এবং উপভোগ্য হোক। এই ট্রেনটির সম্পর্কে আরো কোন তথ্য জানতে চাইলে কমেন্ট করে জানাবেন।  পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আরও পড়ুন >>>  

admin

I am Md. Rezaul Karim. I am a blogger and an online entrepreneur. Today I will tell you all the important details about me.I established the quicksearch24.com web site on my personal initiative. In this web site I want to share my knowledge with you about latest technology, health, education, news, travel and online earning.We always try to serve correct and accurate information. Besides, we always try to serve relevant, informative and up-to-date content. We do not publish any obscene or obscene content. We only publish things that are very essential for daily life. So our published content is applicable to people of all ages.The present age is the age of information and technology. So we try to publish new information about technology first. We want people to know that they can make money online by doing simple things like sharing photos on social media or watching videos on YouTube.If you have any questions about any information published on our website or want to know about any other matter, please let us know by commenting. We will try to answer your question correctly as soon as possible.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *