যশোর টু সৈয়দপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা
যশোর টু সৈয়দপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা – প্রতিদিন অসংখ্য মানুষ যশোর থেকে সৈয়দপুর ট্রেনে ভ্রমণ করে থাকে। টেনে ভ্রমণ অনেক নিরাপদ এবং আনন্দদায়ক। এছাড়া ট্রেনে ভ্রমণ করলে খরচে অনেক কম হয়। টেনে ভ্রমণে অনেক সুযোগ-সুবিধা পাওয়া যায়। যারা যশোর টু সৈয়দপুর ট্রেনে ভ্রমণ করতে চাচ্ছেন তারা আজকের পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আজকের আর্টিকেলে যশোর টু সৈয়দপুর ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা নিয়ে আলোচনা করা হয়েছে। এখান থেকে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নিতে পারেন।
যশোর টু সৈয়দপুর চলাচলকারী ট্রেনের তালিকা
বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে যশোর টু সৈয়দপুর পর্যন্ত দুটি আন্তঃনগর ট্রেন চালু রয়েছে। যশোর টু সৈয়দপুর ভ্রমণের ক্ষেত্রে এই ট্রেন গুলো খুবই জনপ্রিয়। এই ট্রেনগুলি যাত্রীদের সকল সুযোগ সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করে থাকে। এই রুটে চলাচ সরকারি ট্রেন দুটি হচ্ছে রুপসা এক্সপ্রেস (৭২৭) এবং সীমান্ত এক্সপ্রেস (৭৪৭)।
আরও পড়ুনঃ
সৈয়দপুর টু যশোর ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা ২০২৪
আখাউড়া টু আশুগঞ্জ ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা
যশোর টু সৈয়দপুর ট্রেনের সময়সূচী
প্রতিদিন দুটি আন্তঃনগর ট্রেন যশোর টু সৈয়দপুর রুটে নিয়মিত চলাচল করে। এই আন্তঃনগর ট্রেন দুটি হচ্ছে রুপসা এক্সপ্রেস এবং সীমান্ত এক্সপ্রেস। নিচের এই রুটে চলাচলকারী ট্রেনের সময়সূচী তুলে ধরা হলো।
ট্রেনের নাম | ছুটির দিন | ছাড়ার সময় | পৌঁছানোর সময় |
রুপসা এক্সপ্রেস (৭২৭) | বৃহস্পতিবার | ০৮:২৩ | ১৫:৩২ |
সীমান্ত এক্সপ্রেস (৭৪৭) | সোমবার | ২২:২৬ | ০৫:২৭ |
আরও পড়ুনঃ
আশুগঞ্জ টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা
যশোর টু সৈয়দপুর ট্রেনের ছুটির দিন
এই রুটে দুইটি আন্তঃনগর ট্রেন নিয়মিত চলাচল করে। এই ট্রেন দুটি সাপ্তাহিক ছুটি রয়েছে। সাপ্তাহিক ছুটি ব্যতীত অন্যান্য দিন ট্রেনগুলো নিয়মিত চলাচল করে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ট্রেন চলাচল বন্ধ থাকে। তাই আপনি বন্ধের দিনগুলোতে ট্রেনে করে যশোর থেকে সৈয়দপুর যেতে পারবেন না। তাই সম্মানিত যাত্রীদের সুবিধা অর্থে যশোর টু সৈয়দপুর ট্রেনের বন্ধের দিন নিচে দেওয়া হল।
রুপসা এক্সপ্রেস (৭২৭): রুপসা এক্সপ্রেস এর বন্ধের দিন হচ্ছে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার।
সীমান্ত এক্সপ্রেস (৭৪৭): সীমান্ত এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন হচ্ছে সপ্তাহের প্রতি সোমবার।
>>> ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
যশোর টু সৈয়দপুর ট্রেনের বিরতি স্টেশন সমূহ
ট্রেন ভ্রমণের ক্ষেত্রে বিরতি স্টেশনগুলো ভ্রমণকে আরো আনন্দদায়ক করে তোলে। বিরতি স্টেশনগুলো একটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে ট্রেন কিছু সময়ের জন্য অপেক্ষা করেন এবং যাত্রীদের উঠা নামা এবং অন্যান্য সুবিধা নিশ্চিত করে থাকে। নিচে যশোর থেকে সৈয়দপুর পর্যন্ত বিরতি স্টেশনগুলোর নাম দেওয়া হল।
রুপসা এক্সপ্রেস (৭২৭) | সীমান্ত এক্সপ্রেস (৭৪৭) |
যশোর থেকে | যশোর থেকে |
মোবারকগঞ্জ | মোবারকগঞ্জ |
কোট চাঁদপুর | কোট চাঁদপুর |
দর্শনা হল্ট | দর্শনা হল্ট |
চুয়াডাঙ্গা | চুয়াডাঙ্গা |
আলমডাঙ্গা | আলমডাঙ্গা |
পোড়াদহ | পোড়াদহ |
ভেড়ামারা | ভেড়ামারা |
ঈশ্বরদী | ঈশ্বরদী |
নাটোর | নাটোর |
আহসানগঞ্জ | আহসানগঞ্জ |
সান্তাহার | সান্তাহার |
আক্কেলপুর | আক্কেলপুর |
জয়পুরহাট | জয়পুরহাট |
বিরামপুর | বিরামপুর |
ফুলবাড়ি | ফুলবাড়ি |
পার্বতীপুর | পার্বতীপুর |
সৈয়দপুর | সৈয়দপুর |
যশোর টু সৈয়দপুর ট্রেনের ভাড়া তালিকা
সাধারণত ট্রেনে স্বল্প খরচে ভ্রমণ করা যায়। তাই সকল শ্রেণীর মানুষ টেনে ভ্রমণ করতে পারেন। তাই যারা ট্রেনে ভ্রমন করতে যাচ্ছেন ভ্রমণের পূর্বে ট্রেনের ভাড়া সম্পর্কে জেনে নেওয়া উচিত। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক যশোর টু সৈয়দপুর রুটের সমস্ত ট্রেনের টিকিটের মূল্য নির্ধারণ করে দিয়েছে। নিচের টিকিটের মূল্য তালিকা থেকে আপনার পছন্দের আসনের টিকিট ক্রয় করতে পারেন।
আসন বিভাগ | টিকিটের মূল্য (১৫% ভ্যাট) |
শোভন | ৩১০ টাকা |
শোভন চেয়ার | ৩৭৫ টাকা |
প্রথম সিট | ৫০০ টাকা |
প্রথম বার্থ | ৭৪৫ টাকা |
স্নিগ্ধা | ৬২০ টাকা |
এসি সিট | ৭৫৪ টাকা |
এসি বার্থ | ১১১৫ টাকা |
শেষ কথা
আশা করি আজকের আর্টিকেল থেকে যশোর টু সৈয়দপুর ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সহ সকল তথ্য জানতে পেরেছেন। এই তথ্যগুলো আপনার নিরাপদ ট্রেন ভ্রমণে সহায়তা করবে এবং আপনার ভ্রমণকে আরো আনন্দদায়ক এবং উপভোগ্য করে তুলবে। অন্যান্য ট্রেনের আপডেট তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন।
আরও পড়ুনঃ
- কুমিল্লা টু গুনবতী ট্রেনের সময়সূচী
- কুমিল্লা টু গৌরীপুর ট্রেনের সময়সূচী
- কুমিল্লা টু নরসিংদী ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা
- মধুমতি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকিট ও ভাড়ার তালিকা
- পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রাম টু সিলেট ট্রেনের সময়সূচী
- পারাবত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকিট ও ভাড়ার তালিকা
- মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকিট ও ভাড়ার তালিকা
- মেঘনা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা
- জামালপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা
- যমুনা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকিট ও ভাড়ার তালিকা
- তিস্তা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকিট ও ভাড়ার তালিকা
- জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, অফ ডে ও ভাড়ার তালিকা
- কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকিট ও ভাড়ার তালিকা
- টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা
- কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৪, টিকিট ও ভাড়ার তালিকা
- ঢাকা টু দিনাজপুর ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা ২০২৪
- উদয়ন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা ২০২৪
- উপকূল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা ২০২৪
- পর্যটক এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৪
- সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৪