দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা
দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা – দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন টাইম সান্তাহার থেকে পঞ্চগড় পর্যন্ত নিয়মিত চলাচল করে। প্রতিদিন অসংখ্য মানুষ পঞ্চগড় থেকে সান্তাহার এবং সান্তাহার থেকে পঞ্চগড় এই ট্রেনে করে যাতায়াত করে থাকে। দোলনচাঁপা এক্সপ্রেস সকল যাত্রীদের পছন্দের একটি ট্রেন। আপনিও যদি দোলনচাঁপা এক্সপ্রেস সান্তাহার টু পঞ্চগড় এবং পঞ্চগড় টু সান্তাহার ভ্রমণ করতে চান। তাহলে আপনি সঠিক জায়গাতে এসেছেন। আজকের পোস্টে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়া তালিকা এবং অফ ডে সহ সকল তথ্য তুলে ধরা হয়েছে।
দোলনচাঁপা এক্সপ্রেস
বাংলাদেশের উত্তরবঙ্গের জনপ্রিয় ট্রেনগুলোর মধ্যে দোলনচাঁপা এক্সপ্রেস অন্যতম।দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি পড়বে সান্তাহার থেকে দিনাজপুর পর্যন্ত চলাচল করতো। বর্তমানে ট্রেনটি সান্তাহার থেকে পঞ্চগড় পর্যন্ত তাদের পরিষেবা বর্ধিত করেছে। ২০২২সালের ১১ জন হতে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার রেলস্টেশন থেকে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল শুরু করে। ট্রেনটি উদ্বোধন করেন তৎকালীন রেল মন্ত্রী নুরুল ইসলাম।
দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
এই ট্রেনটি প্রতিদিন পঞ্চগড় থেকে সান্তাহার এবং সান্তাহার থেকে পঞ্চগড় পর্যন্ত নিয়মিত চলাচল করেন। এই ট্রেনটির কোন ছুটির দিন নেই। দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন সকাল ছয়টায় পঞ্চগড় থেকে সান্তাহারের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং বিকাল ৩ঃ৫০ মিনিটে সান্তাহার স্টেশনে পৌছায়।অপরদিকে ট্রেনটি সান্তাহার থেকে প্রতিদিন বেলা ১১ টায় পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং রাত ৮ঃ২০ মিনিটে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে পৌঁছায়।
স্টেশনের নাম | ছুটির দিন | ছাড়ার সময় | পৌঁছানোর সময় |
সান্তাহার টু পঞ্চগড় | নাই | ১৩ঃ২০ | ২০ঃ১০ |
পঞ্চগড় টু সান্তাহার | নাই | ০৬ঃ০৫ | ১২ঃ২৫ |
দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশনের সময়সূচী
সান্তাহার টু পঞ্চগড় এবং পঞ্চগড় টু সান্তাহার এই দীর্ঘ পথ অতিক্রম কালে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি প্রায় ১৪টি রেলস্টেশন অতিক্রম করে। বিভিন্ন স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে।বিরতি স্টেশনের নাম এবং বিরতির সময় জানা থাকলে যাত্রীদের ভ্রমণ আরো আনন্দদায়ক হয়।নিচের দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন এর নাম ও বিরতির সময় উল্লেখ করা হলো।
বিরতি স্টেশনের নাম | সান্তাহার থেকে (৭৬৭) | দিনাজপুর থেকে (৭৬৮) |
তলোরা | ১৩ঃ৫৫ | ১২ঃ০০ |
বগুড়া | ১৪ঃ১৭ | ১১ঃ৩৫ |
সোনাতলা | ১৪ঃ৫২ | ১১ঃ০১ |
মহিমাগঞ্জ | ১৫ঃ০২ | ১০ঃ৫১ |
বোনারপাড়া | ১৫ঃ১২ | ১০ঃ৩৯ |
গাইবান্ধা | ১৫ঃ৩৭ | ১০ঃ১৪ |
বামনডাঙ্গা | ১৬ঃ১০ | ০৯ঃ৪৩ |
পীরগাছা | ১৬ঃ৩০ | ০৯ঃ২৫ |
কাউনিয়া | ১৬ঃ৪৭ | ০৮ঃ৫০ |
রংপুর | ১৭ঃ২৯ | ০৮ঃ১৪ |
বদরগঞ্জ | ১৮ঃ০৫ | ০৭ঃ৪৫ |
খোলাহাটি | ১৮ঃ১৭ | ০৭ঃ৩৫ |
পার্বতীপুর | ১৮ঃ৪৫ | ০৭ঃ০০ |
চিরিরবন্দর | ১৯ঃ৩৩ | ০৬ঃ৩৮ |
দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ভাড়া তালিকা
দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটিতে বিভিন্ন আসন ব্যবস্থা রয়েছে। আসন ব্যবস্থার উপর ভিত্তি করে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। আপনি যদি এই ট্রেনে ভ্রমণ করতে চান তাহলে এই ট্রেনের ভাড়ার তালিকা সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের টিকেট আপনি সরাসরি কাউন্টারে গিয়ে কিনতে পারবেন অথবা অনলাইনে ঘরে বসেই টিকিট ক্রয় করতে পারবেন। নিচের ছকে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের আসন বিভাগ ও টিকিটের মূল্য তুলে ধরা হলো।
আসল বিভাগ | টিকেটের মূল্য ( 15% ভ্যাট) |
শোভন | ১২০ টাকা |
শোভন চেয়ার | ১৪৫ টাকা |
, প্রথম বার্থ | ২৯০ টাকা |
স্নিগ্ধা | ২৪০ টাকা |
এসি সিট | ২৯০ টাকা |
এসি বার্থ | ৪৩০ টাকা |
শেষ কথা
আশা করি আজকের পোস্ট থেকে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী টিকিট ও ভাড়ার তালিকা সম্পর্কে জানতে পেরেছেন। এ তথ্যগুলো আপনার ট্রেন ভ্রমণে সহায়তা করবে। ওয়েবসাইটটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পোস্টটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আরও পড়ুনঃ