কুমারখালী টু রাজবাড়ী ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা
কুমারখালী টু রাজবাড়ী ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা – আমাদের আজকের আরটিকেলটি লেখা হয়েছে তাদের জন্যই যারা কুমারখালী থেকে রাজবাড়ী পর্যন্ত ট্রেনে যাতায়াত করতে পছন্দ করেন। এই পথে চলাচলকারী সকল ট্রেনের সময়সূচি ও টিকিটের মূল্য নিয়ে এই আর্টিকেল সাজানো হয়েছে। এই পথের ট্রেন ভ্রমনকে আরামদায়ক ও নিরাপদ করতে আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন।
কুমারখালী টু রাজবাড়ী ট্রেনের সময়সূচী
কুমারখালী থেকে রাজবাড়ি অভিমূখে একটি মাত্র আন্তঃনগর ট্রেন চলাচল করে। মধুমতি এক্সপ্রেস নামক ট্রেনটি কখন কুমারখালী ছাড়বে,কখন রাজবাড়ী পৌছাবে আবার কি দিন বন্ধ থাকে তা নিচে সুন্দরভাবে ছক আকারে আপনাদের কাছে উপস্থাপন করা হলো।
ট্রেনের নাম | যখন ছাড়বে | যখন পৌছাবে | ছুটির দিন |
মধুমতি এক্সপ্রেস(৭৫৬) | ১১ঃ২৩ | ১২ঃ৩০ | বৃহস্পতিবার |
কুমারখালী টু রাজবাড়ী ট্রেনের ভাড়ার তালিকা
কুমারখালী থেকে রাজবাড়ী পর্যন্ত ট্রেনের টিকিটের মূল্য আসন ভিত্তিতে আলাদা ভাবে নির্ধারণ করা আছে। আপনি আপনার বাজেট অনুযায়ী টিকিট ক্রয় করে এই পথে ভ্রমণ করতে পারবেন। টিকিটের মূল্য ছক আকারে নিচে দেওয়া হলো।
আসন | টিকিটের মূল্য(ভ্যাটসহ) |
শোভন | ৭০ |
শোভন চেয়ার | ৮০ |
১ম শ্রেণি | ১০৫ |
আমরা বিশ্বাস করি আমাদের এই আর্টিকেল এই পথে আপনাদের ট্রেন যাত্রাকে আনন্দময় ও উপভোগ্য করে তুলবে। যাত্রা পথে সতর্ক থাকবেন ও আমাদের এমন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন।