কুমিল্লা টু কুলাউড়া ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা
কুমিল্লা টু কুলাউড়া ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা – আজকের লেখাটি তাদের জন্য যারা সকল ঝামেলায় এড়িয়ে কুমিল্লা থেকে টেনে কুলাউড়া যেতে চান।আজকে আর্টিকেলটি কুমিল্লা টু কুলাউড়া রুটে চলাচলকারী সকল ট্রেনের সময়সূচি এবং টিকিটের মূল্য সম্পর্কে লেখা। আপনারা যারা এই রুটে টেনে ভ্রমণ করার পরিকল্পনা করেছেন তাদের জন্য এই লেখাটি অনেক গুরুত্বপূর্ণ। কুমিল্লা টু কুলাউড়া যে সকল ট্রেন চলাচল করে তাদের সময়সূচি জানতে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।
কুমিল্লা টু কুলাউড়া ট্রেনের নাম
আপনি যদি ট্রেনে ভ্রমণ করতে চান তাহলে এই রুটে কোন কোন ট্রেন চলাচল করে সে সম্পর্কে জানতে হবে। কুমিল্লা টু কুলাউড়া রুটে দুইটি আন্তঃনগর ট্রেন নিয়মিত চলাচল করে। আর আন্তঃনগর ট্রেন দুইটি হচ্ছে পাহাড়িকা এক্সপ্রেস (৭১৯) এবং উদ্যান এক্সপ্রেস। এই ট্রেন দুইটি সপ্তাহের ছয়দিন নিয়মিত চলাচল করে।
কুমিল্লা টু কুলাউড়া ট্রেনের সময়সূচী
কুমিল্লা থেকে কুলাউড়া ভ্রমনের জন্য সড়ক পথের তুলনায় ট্রেনে ভ্রমণ বেশি আরামদায়ক। আর এই আরামদায়ক ভ্রমনের জন্য এই পথে দুইটি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে। আপনি এই পথে সপ্তাহের প্রায় প্রতিদিন ট্রেন ভ্রমণ করতে পারবেন। ট্রেন গুলো কখন কুমিল্লা থেকে ছেড়ে যায় আবার কখন কুলাউড়া স্টেশনে পৌছায় তা নিচে একটি ছকের সাহায্যে দেখানো হলো।
ট্রেনের নাম | যখন ছাড়বে | যখন পৌছাবে | ছুটির দিন |
পাহাড়িকা এক্সপ্রেস(৭১৯) | ১২ঃ০৫ | ১৬ঃ২৬ | সোমবার |
উদ্যান এক্সপ্রেস(৭২৩) | ০০ঃ২০ | ০৪ঃ৩৭ | শনিবার |
আমাদের এই আর্টিকেল এই পথে আপনার ট্রেন যাত্রাকে যদি একটু স্বস্তি দিতে পারে তবেই আমাদের কষ্ট সার্থক হবে। কুমিল্লা থেকে দেশের অন্যান্য পথে চলাচলকারী ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য জানতে আমাদের পেজে চোখ রাখুন।