করতোয়া এক্সপ্রেস ট্রেনের সময়সূচী,টিকেট ও ভাড়ার তালিকা 2024
করতোয়া এক্সপ্রেস ট্রেনের সময়সূচী,টিকেট ও ভাড়ার তালিকা 2024 – করতোয়া এক্সপ্রেস উত্তরবঙ্গের একটি জনপ্রিয় ট্রেন। এই ট্রেনটি বুড়িমারী টু সান্তাহার এবং সান্তাহার টু বুড়িমারী রুটে নিয়মিত চলাচল করে। আজকের পোস্টে করতোয়া এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা সম্পর্কিত সকল তথ্য তুলে ধরা হয়েছে। যা আপনাদের নিরাপদ ট্রেন ভ্রমণে সহায়তা করবে।
করতোয়া এক্সপ্রেস
বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি আন্তঃনগর ট্রেন হচ্ছে করতোয়া এক্সপ্রেস। করতোয়া এক্সপ্রেস বুড়িমারী টু সান্তাহার এবং সান্তাহার টু বুড়িমারী রুটে চলাচল করে। তৎকালীন রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ সর্বপ্রথম এই ট্রেনটিকে আন্তঃনগর ট্রেন হিসেবে স্বীকৃতি দেন। তিনি এই আন্তঃনগর ট্রেনটির নাম দিয়েছিলেন করতোয়া এক্সপ্রেস। করতোয়া এক্সপ্রেস ট্রেনটি ১৯৮৬ সালের ১৭ মার্চ প্রথম যাত্রা শুরু করে। উত্তরবঙ্গের পাঁচটি জেলায় করতোয়া এক্সপ্রেস ট্রেনটি যাত্রী সেবা দিয়ে আসছে। এই জেলাগুলোর মধ্যে রয়েছে রংপুর, লালমনিরহাট , নওগাঁ , সান্তাহার , বগুড়া।
করতোয়া এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
করতোয়া এক্সপ্রেসকরতোয়া এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে 7 দিনই নিয়মিত চলাচল করে। ট্রেনটির কোন সাপ্তাহিক ছুটি নেই। করতোয়া এক্সপ্রেস ৭১৩ নং ট্রেনটি সান্তাহার রেল স্টেশন থেকে সকাল ৯ঃ১৫ মিনিটে ছেড়ে যায় এবং বুড়িমারী স্টেশনে বিকাল ৩ঃ৩৫ মিনিটে পৌঁছায়। আবার ৭১৪ নং ট্রেনটি বুড়িমারী স্টেশন থেকে বিকাল ০৪ঃ০০ মিনিটে যাত্রা শুরু করে। নিচের ছকে করতোয়া এক্সপ্রেস ট্রেনের সময়সূচী তুলে ধরা হয়েছে।
স্টেশনের নাম | ছুটির দিন | ছাড়ার সময় | পৌঁছানোর সময় |
সান্তাহার টু বুড়িমারী | নাই | ৯ঃ১৫ | ১৫ঃ৩৫ |
বুড়িমারী টু সান্তাহার | নাই | ১৬ঃ০০ | ২২ঃ২০ |
করতোয়া এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন ও সময়সূচী
বুড়িমারী টু সান্তাহার এবং সান্তাহার টু বুড়িমারী এই দীর্ঘ পথ ভ্রমণ কালে করতোয়া এক্সপ্রেস ট্রেনটি বিভিন্ন স্টেশনে বিরতি দিয়ে থাকে। করতোয়া এক্সপ্রেস ট্রেনটি কোন কোন স্টেশনে বিরতি দেয় তার নিচের ছকে তুলে ধরা হলো।
বিরতি স্টেশনের নাম | সান্তাহার থেকে (৭১৩) | বুড়িমারী থেকে (৭১৪) |
বগুড়া | ৯ঃ৫৫ | ২১ঃ২১ |
সোনাতলা | ১০ঃ৩০ | ২০ঃ৪৫ |
মহিমাগঞ্জ | ১০ঃ৪০ | ২০ঃ৩৫ |
বোনারপাড়া | ১১ঃ০৫ | ২০ঃ২৩ |
গাইবান্ধা | ১১ঃ৩০ | ১৯ঃ৫৭ |
বামনডাঙ্গা | ১২ঃ২২ | ১৯ঃ২৫ |
পীরগাছা | ১২ঃ৪০ | ১৯ঃ০৬ |
কাউনিয়া | ১২ঃ৫৭ | ১৮ঃ৪৭ |
লালমনিরহাট | ১৩ঃ২৫ | ১৮ঃ০০ |
আদিতমারী | ১৩ঃ৪৮ | ১৭ঃ৩৮ |
কাকিনা | ১৪ঃ০৭ | ১৭;২০ |
, তুষভান্ডার | ১৪ঃ১৫ | ১৭ঃ১৩ |
হাতীবান্ধা | ১৪ঃ৪২ | ১৬ঃ৪৬ |
বড় খাতা | ১৪ঃ৫৬ | ১৬ঃ৩৪ |
পাটগ্রাম | ১৫ঃ১৮ | ১৬ঃ১২ |
করতোয়া এক্সপ্রেস ট্রেনের টিকিটের মূল্য
করতোয়া এক্সপ্রেস ট্রেনের বিভিন্ন আসন ব্যবস্থা রয়েছে। আসন ভেদে টিকিটের মূল্য ভিন্ন ভিন্ন। আপনি যদি ভাল মানের আসন চান তাহলে অবশ্যই আপনাকে বেশি অর্থ ব্যয় করতে হবে। বাংলাদেশ রেল সকল ট্রেনের দূরত্ব অনুযায়ী ভাড়া নির্ধারণ করে দিয়ে থাকে। এই ট্রেনেরও দূরত্ব এবং আসন ভেদে ভাড়া নির্ধারণ করা হয়েছে।
আসন বিভাগ | টিকিটের মূল্য ( 15% ভ্যাট ) |
শোভন | ১৪৫ টাকা |
শোভন চেয়ার | ১৭৫ টাকা |
শেষ কথা
আশা করি আজকের পোস্ট থেকে করতোয়া এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে পেরেছেন। এই পোস্টটা শেয়ার করা তথ্যগুলো আপনাকে এই ট্রেনে ভ্রমণ করতে সহায়তা করবে। এই ট্রেনটির সম্পর্কে আরো কোন তথ্য জানতে চাইলে কমেন্ট করুন। ওয়েব সাইটটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আরও পড়ুনঃ
খুলনা টু সৈয়দপুর ট্রেনের সময়সূচী ২০২৩, টিকেট ও ভাড়ার তালিকা
সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা ২০২৪
পদ্মা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা ২০২৩
সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা ২০২৩
দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩, টিকেট ও ভাড়ার তালিকা
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা ২০২৩
পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩, টিকেট ও ভাড়ার তালিকা
নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩, টিকেট ও ভাড়ার তালিকা
সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা ২০২৩