উপবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩, টিকিট ও ভাড়ার তালিকা
উপবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩, টিকিট ও ভাড়ার তালিকা – ট্রেনে ভ্রমন আনন্দদায়ক উপকূল নিরাপদ। তাই অধিকাংশ মানুষ ট্রেনে ভ্রমন করতে পছন্দ করেন। আপনি যদি ঢাকা থেকে সিলেট এবং সিলেট থেকে ঢাকা ট্রেনে ভ্রমণ করতে চান। তাহলে আপনার পছন্দের তালিকায় উপবন এক্সপ্রেস ট্রেনটি রাখতে পারেন। উপবন এক্সপ্রেস বাংলাদেশের বিলাসবহুল ট্রেনগুলোর মধ্যে অন্যতম একটি ট্রেন। এই ট্রেনটিতে রয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধা।প্রতিদিন অসংখ্য মানুষ উপবন এক্সপ্রেস ট্রেনের ঢাকা থেকে সিলেট এবং সিলেট থেকে ঢাকা যাতায়াত করে। আপনি যদি উপবন এক্সপ্রেস ট্রেন ভ্রমণ করতে চান। তাহলে এই ট্রেনের সময়সূচী, টিকেটও ভাড়ার তালিকা জানা প্রয়োজন। এই পোস্টটি থেকে উপবন এক্সপ্রেস ট্রেনের সকল তথ্য জানতে পারবেন।
উপবন এক্সপ্রেস
বাংলাদেশের একটি আন্তঃনগর ট্রেন হচ্ছে উপবন এক্সপ্রেস। উপবন এক্সপ্রেস ট্রেন ঢাকা টু সিলেট এবং সিলেট টু ঢাকা রুটে যাতায়াত করে। উপবন এক্সপ্রেস ট্রেনটি ১৯৮৮ সালের ৪ মে উদ্বোধন করা হয়। এই ট্রেনটি একটি বিলাস বহুল ট্রেন। এই ট্রেনটিতে যাত্রীদের জন্য নানা রকম সুযোগ-সুবিধা রয়েছে।
উপবন এক্সপ্রেস ঢাকা টু সিলেট
এই ট্রেনটি ঢাকা টু সিলেট রুটে নিয়মিত চলাচল করে। ঢাকা টু সিলেট একটি ব্যস্ততম রুট। প্রতিদিন অসংখ্য যাত্রী ঢাকা টু সিলেট যাওয়ার জন্য উপবন এক্সপ্রেস এর উপর নির্ভর করে। এই ট্রেনের সেবার মান অনেক ভালো। তাই অধিকাংশ মানুষের পছন্দের তালিকায় রয়েছে এটা।
উপবন এক্সপ্রেস সিলেট টু ঢাকা
এই ট্রেনটি সিলেট টু ঢাকা নিয়মিত যাতায়াত করে। সিলেট থেকে অসংখ্য ঢাকা গামী যাত্রী প্রতিদিন এই ট্রেনে করে ঢাকা পৌঁছান। এই ট্রেনে ভ্রমণের কারণে যাত্রীদের সময় এবং অর্থ দুটো সাশ্রয় হয়।
উপবন এক্সপ্রেস সময়সূচি
উপবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা টু সিলেট এবং সিলেট টু ঢাকা রুটে নিয়মিত চলাচল করে। যারা এই ট্রেনে ভ্রমন করতে চান তাদের এই ট্রেনের সময়সূচি জানা উচিত। সম্মানিত যাত্রীদের সুবিধার্থে উপবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী নিচে তুলে ধরা হলো।
স্টেশনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় |
ঢাকা টু সিলেট | ২০ঃ৩০ | ৫ঃ০০ |
সিলেট টু ঢাকা | ২৩ঃ৩০ | ০৬ঃ৪৫ |
উপবন এক্সপ্রেস বন্ধের দিন
এই ট্রেনটি ঢাকা টু সিলেট রুটে সপ্তাহে ছয় দিন নিয়মিত চলাচল করে। ঢাকা টু সিলেট রুটে ট্রেনটি সপ্তাহের প্রতি বুধবার বন্ধ থাকে। এছাড়া সিলেট টু ঢাকা রুটে ট্রেনটির সপ্তাহে সাত দিন নিয়মিত চলাচল করে। তাই এই ট্রেনটির কোন সাপ্তাহিক ছুটির দিন নেই।
উপবন এক্সপ্রেস কোথায় কোথায় থামে
ঢাকা টু চট্টগ্রাম এবং চট্টগ্রাম টু ঢাকা রুটে দীর্ঘ পথ ভ্রমণ কালে উপবন এক্সপ্রেস ট্রেনটি বেশ কিছু স্টেশনে বিরতি দিয়ে থাকে। এতে যাত্রীদের ভ্রমণ আরো বেশি আনন্দদায়ক হয়। চলুন দেখে নেওয়া যাক উপবন এক্সপ্রেস ট্রেনটি কোন কোন স্টেশনে বিরতি দেয়।
বিরতি স্টেশনের নাম | ঢাকা থেকে (৭৩৯) | সিলেট থেকে (৭৪০) |
বিমানবন্দর | ২০ঃ৫৭ | ০৬ঃ০০ |
নরসিংদী | ২১ঃ৪৫ | |
ভৈরব | ২২ঃ২০ | ০৪ঃ৪৭ |
শায়েস্তাগঞ্জ | ০০ঃ২০ | ০২ঃ৫৭ |
শ্রীমঙ্গল | ০১ঃ২৭ | ০২ঃ১২ |
ভানুগাছ | ০১ঃ৫০ | ০১ঃ৩৮ |
শমসের নগর | ০২ঃ০৫ | ০১ঃ২০ |
কুলাউড়া | ০২ঃ৪০ | ০০ঃ৪৮ |
বরমচাল | ০৩ঃ০০ | ০০ঃ৩১ |
মাইজগাঁও | ০৩ঃ২৮ | ০০ঃ১০ |
উপবন এক্সপ্রেস ট্রেনের টিকেট ও ভাড়ার তালিকা
অন্যান্য যানবাহনের তুলনা ট্রেনের ভাড়া সব সময় কম হয়ে থাকে। তাই ধনী, গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত পরিবারের সকলেই ট্রেনে ভ্রমন করতে পছন্দ করেন। উপবন এক্সপ্রেস ট্রেনটিতে রয়েছে বিভিন্ন আসন ব্যবস্থা। আসন ব্যবস্থার উপর ভিত্তি করে ভাড়া নির্ধারন হয়ে থাকে। উপবন এক্সপ্রেস ট্রেনটিতে প্রথম সিট, শোভন, শোভন চেয়ার, প্রথম বার্থ,এসি বার্থ আসন বিন্যাস রয়েছে। নিচের সঙ্গে উপবন এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা তুলে ধরা হলো।
আসুন বিভাগ | টিকিটের মূল্য (১৫% ভ্যাট) |
শোভন | ২৮৫ টাকা |
শোভন চেয়ার | ৩৪০ টাকা |
প্রথম সিট | ৪৪৫ টাকা |
প্রথম বার্থ | ৭১০ টাকা |
এসি বার্থ | ১১৬৯ টাকা |
শেষ কথা
আশা করি আজকের পোস্ট থেকে আপনিও প্রবণ এক্সপ্রেস ট্রেনের সময়সূচি টিকিট ও ভাড়ার তালিকা সম্পর্কে জানতে পেরেছেন। আজকের পোস্টের শেয়ার করা তথ্যগুলো আপনার নিরাপদ ও আনন্দদায় ভ্রমণের সহায়তা করবে। আমাদের ওয়েব সাইটটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আরও পড়ুনঃ
খুলনা টু সৈয়দপুর ট্রেনের সময়সূচী ২০২৩, টিকেট ও ভাড়ার তালিকা
সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা ২০২৪
ঈশ্বরদী টু পোড়াদহ ট্রেনের সময়সূচী, টিকিট ও ভাড়ার তালিকা ২০২৪