মেসেঞ্জারে যুক্ত হলো HD ভিডিও কল ফিচার, এর সুবিধা জানুন
মেসেঞ্জারে যুক্ত হলো HD ভিডিও কল ফিচার, এর সুবিধা জানুন – ফেসবুক মেসেঞ্জারে সম্পতি মেটা কিছু নতুন ফিচার অন্তর্ভুক্ত করেছে যার মধ্যে এইচডি ভিডিও কল, নেয়েজ রিডাকশন, এবং AI ভিডিও ব্যাকগ্রাউন্ড অন্যতম। এছাড়াও ভয়েস এবং ভিডিও মেইল রয়েছে। এসব ফিশার ব্যবহারকারীদের জন্য দারুন উপকারে আসবে।
মেসেঞ্জারে যুক্ত হলো HD ভিডিও কল ফিচার, এর সুবিধা জানুন
আসুন বিস্তারিত জেনে নিই
এইচডি ভিডিও কল
প্রথমে আসি এইচডি ভিডিও কলের উপর। ইউটিউব এর কারনে আমরা সবাই এইচডি ভিডিওতে উজ্জ্বল চিত্র বা উন্নত শব্দ উপভোগের বিষয়টি জানি। এইচডি ভিডিও কলে আপনি ফোনের ক্যামেরা দিয়ে সুন্দর ভিডিও উপভোগ করতে পারবেন। তবে কলের দুপাশের ব্যক্তির ফোনের ইন্টারনেট স্পিড ভালো থাকতে হবে। যদি ওয়াইফাই এর মাধ্যমে মেসেঞ্জারে ভিডিও কল করেন তবে অটোমেটিক্যালি এইচডি কল ফিচার চালু হয়ে যাবে। কিন্তু মোবাইল ডাটা ব্যবহারে ভিডিও কোয়ালিটি সাধারণ থাকবে। এই সমস্যা সমাধান হিসেবে কল সেটিংস থেকে এইচডি সুবিধা চালু করা যাবে।
ভিডিওর গ্রাফিক্সের পাশাপাশি কলের সাউন্ড কোয়ালিটিতেও আসছে উন্নতি। মেসেঞ্জারে এখন কল চলাকালে নয়েজ রিডাকশন প্রযুক্তি ব্যবহার করা হবে। অর্থাৎ কলে কথা বলার সময় অপ্রয়োজনীয় শব্দগুলি মেসেঞ্জার নিজেই মুছে ফেলবে। ফলে অপরপ্রান্তের ব্যক্তি আপনার কথা আরো স্পষ্টভাবে শুনতে পারবেন। এছাড়াও ভিডিও কলে কাস্টম ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার সুবিধা রয়েছে যা AI দ্বারা তৈরি। ফলে আপনি ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন, যেমনটা জুম কলে দেখা যায়।
ভয়েস এবং ভিডিও মেইল
এবার আসুন ভয়েস এবং ভিডিও মেইল সম্পর্কে জেনে নিই
যদি আপনি কাউকে ফেসবুক মেসেঞ্জারে কল দেন এবং তিনি তার রিসিভ করতে না পারেন তাহলে মেসেঞ্জারে করে স্ক্রিনে আপনাকে নতুন একটি অপশন দেখানো হবে। সেখান থেকে আপনি ইচ্ছে করলে একটি ভয়েস কিংবা ভিডিও মেসেজ রেকর্ড করে পাঠাতে পারবেন। এটি মোবাইল নম্বরে কল করে ভয়েস মেইল পাঠানোর সাথে তুলনা করা যায়। আশা করি খুব দ্রুতই সকল মেসেঞ্জার ব্যবহারকারীর কাছে এই নতুন ফিচারগুলো পৌঁছে যাবে। আপনার ফোনে এই সুবিধা গুলো এসেছে কিনা তা জানার জন্য মেসেঞ্জার আপডেট করে কল ফিচারটি ব্যবহার করুন।
শেষ কথা
আশা করছি আজকের আর্টিকেল থেকে মেসেঞ্জারে যুক্ত হলো HD ভিডিও কল ফিচার, এর সুবিধা জেনে নিন সম্পর্কে জানতে পেরেছেন। আপনার ফোনে মেসেঞ্জারে এই আপডেট সুবিধা গুলি ব্যবহার করতে পারবেন এই প্রত্যাশা করছে। আর্টিকেলটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আরও পড়ুনঃ
জিমেইল অ্যাপে গুগলের নীল টিক যুক্ত হচ্ছে
স্মার্টফোনে লোকেশন বন্ধ থাকলেও গুগল যেভাবে অবস্থানের তথ্য সংগ্রহ করে