মহানগর প্রভাতী/গোধূলি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
মহানগর প্রভাতী/গোধূলি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী – মহানগর প্রভাতী/গোধূলি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা টু চট্টগ্রাম এবং চট্টগ্রাম টু ঢাকা রুটে নিয়মিত চলাচল করে। ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা যাত্রাকালে মহানগর গোধূলি এবং ঢাকা থেকে চট্টগ্রাম যাত্রাকালে মহানগর প্রভাতী নামে চলাচল করে। মহানগর প্রভাতী বা গোধূলি এক্সপ্রেস ট্রেনটি নিরাপদ ও আনন্দদায়ক একটি ট্রেন। তাই আপনি যদি ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনে ভ্রমণ করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে মহানগর প্রভাতী বা গোধূলি এক্সপ্রেস ট্রেনটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। আজকের আর্টিকেলে মহানগর প্রভাতী/গোধূলিএক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা , বিরতি স্টেশন ইত্যাদি তথ্য তুলে ধরা হয়েছে। মহানগর প্রভাতী বা গোধূলি এক্সপ্রেস ট্রেনটির সম্পর্কে বিস্তারিত জানতে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।
মহানগর প্রভাতী/গোধূলি এক্সপ্রেস
বাংলাদেশের রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি আন্তঃনগর যাত্রীবাহী ট্রেন হচ্ছে মহানগর প্রভাতী/ গোধূলি এক্সপ্রেস। এই ট্রেনের নাম্বার হচ্ছে ৭০৩/৭০৪। এই ট্রেনটি যখন চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে তখন এর নাম হয় মহানগর গোধূলি এক্সপ্রেস। এবং যখন ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করে তখন এর নাম হয় মহানগর প্রভাতী এক্সপ্রেস। ১৯৮৬ সালের ২৩ মে এই ট্রেনটির উদ্বোধন করা হয়। এই ট্রেনটিতে আসন বিন্যাস, খাদ্য সুবিধার এবং ঘুমানোর ব্যবস্থা রয়েছে।
মহানগর প্রভাতী/ গোধূলি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
এই ট্রেনটি চট্টগ্রাম থেকে ১৫ঃ০০ মিনিটে যাত্রা শুরু করে এবং ২১ঃ১৫ মিনিটের কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। অপরদিকে কমলাপুর রেলস্টেশন থেকে ০৭ঃ৪৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং ১৪ঃ৫০ মিনিটে চট্টগ্রামে পৌঁছায়।
ট্রেন নাম্বার | উৎস স্থান | ছাড়ার সময় | পৌঁছানোর স্থান | পৌঁছানোর সময় | সাপ্তাহিক ছুটি |
৭০৩ | চট্টগ্রাম | ১৫ঃ০০ | কমলাপুর | ২১ঃ১৫ | নেই |
৭০৪ | কমলাপুর | ০৭ঃ৪৫ | চট্টগ্রাম | ১৪ঃ৫০ | নেই |
মহানগর প্রভাতী/গোধূলি এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন
চট্টগ্রাম টু ঢাকা এবং ঢাকা টু চট্টগ্রাম রুটে যাত্রাকালে মহানগর প্রভাতী বা গোধূলি এক্সপ্রেস ট্রেনটি বিভিন্ন স্টেশনের যাত্রা বিরতি দিয়ে থাকে। ট্রেনটি যে সকল স্টেশনে যাত্রা বিরতি দেয় সেগুলোর নাম নিয়েছে উল্লেখ করা হলো।
- ফেনী জংশন
- গুণবতী
- লাকসাম জংশন
- কুমিল্লা
- আখাউড়া জংশন
- ব্রাহ্মণবাড়িয়া
- ভৈরব বাজার জংশন
- ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
মহানগর প্রভাতী/গোধূলি এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
এই ট্রেনটিতে বিভিন্ন আসন ব্যবস্থা রয়েছে। ভিন্ন ভিন্ন আসন ব্যবস্থার টিকিটের মূল্য ভিন্ন হয়ে থাকে। আসন ব্যবস্থার মানের উপর টিকিটের মূল্য নির্ভর করে। আপনি যদি বিলাসবহুল ভ্রমণ করতে চান তাহলে আপনাকে একটু বেশি অর্থ ব্যয় করতে হবে। এছাড়া কেউ চাইলে স্বল্প খরচেও এই ট্রেনে ভ্রমন করতে পারবে। নিচে এই টেনের ভাড়ার তালিকা উল্লেখ করা হলো।
আসন বিভাগ | টিকিটের মূল্য |
বার্থ এসি | ৭৫৬ টাকা |
বার্থ প্রথম শ্রেণি | ৪৫৫ টাকা |
স্নিগ্ধা দ্বিতীয় শ্রেণী | ৩৪৫ টাকা |
শোভন চেয়ার দ্বিতীয় শ্রেণি | 150 টাকা |
শোভন দ্বিতীয় শ্রেণি | 125 টাকা |
শেষ কথা
আশা করি আজকের আর্টিকেল থেকে মহানগর প্রভাতী/ গোধূলি এক্সপ্রেস ট্রেন সম্পর্কে জানতে পেরেছেন। এখানে শেয়ার করা তথ্যগুলো মহানগর প্রভাতী বা গোধূলি এক্সপ্রেস ট্রেনের ভ্রমণে আপনাকে সহায়তা করবে। এই ট্রেন সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন।