Train Schedule
রাজশাহী কমিউটার ট্রেনের সময়সূচী
রাজশাহী কমিউটার ট্রেনের সময়সূচী – রাজশাহী/ঈশ্বরদী কমিউটার (ট্রেন নং-৫৮/৭৮) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি আন্তঃনগর কমিউটার ট্রেন। ট্রেনটি যাত্রাপথে পাবনা জেলা, নাটোর জেলা, রাজশাহী জেলা ও চাঁপাইনবাবগঞ্জ জেলাকে সংযুক্ত করেছে। এই ট্রেনটি আন্তঃনগর ট্রেনের একটি ভ্যাকুয়াম রেক নিয়ে চলে এবং রহনপুর কমিউটার ট্রেনের সাথে রেক শেয়ার করে।
রাজশাহী কমিউটার ট্রেনের সময়সূচী
রাজশাহী/ঈশ্বরদী কমিউটার ৫৮/৭৮ নং নাম নিয়ে চলাচল করে। নিম্নে চলাচল এলাকা ও সময়সূচি উল্লেখ করা হলো: (বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচি অনুযায়ী)
- ৭৮ নং রাজশাহী কমিউটার= (রহনপুর-রাজশাহী) রহনপুর রেলওয়ে স্টেশন ছাড়ে দুপুর ১২:২০ মিনিটে, রাজশাহী রেলওয়ে স্টেশন পৌছায় দুপুর ২ টায়।
- ৫৮ নং ঈশ্বরদী কমিউটার = (রহনপুর-ঈশ্বরদী) রহনপুর রেলওয়ে স্টেশন ছাড়ে বিকাল ৫টায়, ঈশ্বরদী রেলওয়ে স্টেশন পৌঁছায় রাত ৮:১০ মিনিটে।
রাজশাহী কমিউটার ট্রেন কোথায় কোথায় থামে
রাজশাহী/ঈশ্বরদী কমিউটার (৫৮/৭৮) যাত্রাপথে যেসকল রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে নিম্নে তা উল্লেখ করা হলো:
৫৮ নং (রহনপুর-ঈশ্বরদী)-
- নাচোল রেলওয়ে স্টেশন
- আমনুরা জংশন রেলওয়ে স্টেশন
- ললিতনগর রেলওয়ে স্টেশন
- কাকনহাট রেলওয়ে স্টেশন
- রাজশাহী রেলওয়ে স্টেশন
- সরদহ রেলওয়ে স্টেশন
- আড়ানী রেলওয়ে স্টেশন
- লোকমানপুর রেলওয়ে স্টেশন
- আব্দুলপুর রেলওয়ে স্টেশন
- আজিমনগর রেলওয়ে স্টেশন
এবং, ৭৮ নং (রহনপুর-রাজশাহী)-
- নাচোল রেলওয়ে স্টেশন
- আমনুরা জংশন রেলওয়ে স্টেশন
- ললিতনগর রেলওয়ে স্টেশন
- কাকনহাট রেলওয়ে স্টেশন
- রাজশাহী কোর্ট রেলওয়ে স্টেশন