Gmail যুগ শেষ করবে Xmail? এক্সমেইলে কী সুবিধা থাকছে জেনে নিন

Gmail যুগ শেষ করবে Xmail? এক্সমেইলে কী সুবিধা থাকছে জেনে নিন – এলন মাস্ক অন্যতম ধনী ব্যক্তিদের একজন। তিনি খামখেয়ালী চিন্তাভাবনার জন্য প্রায় আলোচনায় থাকেন। এবার তার ভাবনায় এসেছে ইমেইল পরিষেবা। তিনি গুগলের জিমেইলকে টক্কর দিতে এক্সমেইল আনার পরিকল্পনা করেছেন। সাম্প্রতিক সময়ে gmail বন্ধ হওয়ার জল্পনা কল্পনা তৈরি হয়েছে। ঠিক এমন সময় এলন মাস্ক এক্সমেইলের ঘোষণা দিয়েছেন। এক্সমেইলে কি কি নতুন ফিচার থাকতে পারে তা নিয়ে শুরু হয়ে গেছে আলোচনা। জিমেইল থেকে এক্সমেইলে কি কি ভিন্নতা থাকতে পারে? তাহলে কি Gmail যুগ শেষ করবে Xmail? এক্সমেইল সম্পর্কে যে সকল তথ্য জানা গেছে তা জেনে নিন।
টেসলার প্রধান এলন মাস্ক তার খামখেয়ালি চিন্তা ভাবনার জন্য প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। এবার তিনি ইমেইল পরিষেবা চালু করার কথা ভাবছেন। তার এই সিদ্ধান্ত নেট দুনিয়ায় চোর গোল ফেলে দিয়েছে। এক্সমেইল এবার টক্কর দিতে যাচ্ছে গুগলের জিমেইলকে। জিমেইল বন্ধ হওয়ার যে গুঞ্জন ছরিয়েছিল তারই মাঝে এলন মাস্ক এক্সমেইল ঘোষণা দেন।
কিন্তু google নিশ্চিত করেছে যে জিমেইল বন্ধ হচ্ছে না। এলন মাস্ক মূলত জিমেইলকে সরাসরি চ্যালেঞ্জ করে দিয়েছেন।এলন মাস্ক নিজেই নিশ্চিত করেছেন যে শীঘ্রই নতুন প্লাটফর্ম এক্সমেইল পরিষেবা শুরু হতে যাচ্ছে। এলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর তার নাম পরিবর্তন করে রাখেন এক্স। এবার তিনি সেই এক্স নামেই ইমেইল পরিষেবা চালু করতে চাচ্ছেন।
এক্সমেইল কী?
এলন মাস্ক নতুন প্লাটফর্ম এক্সমেইল সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করেননি। তবে এক্স-মেইল জিমেইলের একটি বিকল্প প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। তাই এই নতুন প্লাটফর্মে কি কি সুবিধা বা ফিচার থাকতে পারে তা নিয়ে মানুষের মধ্যে কৌতুকল করেই চলছে।
অনেক বিশেষজ্ঞ দাবি করছেন যে, এক্সমেইল ইউজারের তথ্য সুরক্ষিত ও নিরাপদ রাখতে কার্যকর ভূমিকা রাখবে। তাছাড়া এই প্লাটফর্মে দূরত্ব এবং সহজ ইন্টারফেস থাকবে। কিন্তু এলন মাস্ক এই নতুন প্ল্যাটফর্ম সম্পর্কে কোন তথ্য নিশ্চিত করেননি।
বর্তমানে এলন মাস্ক এক্স প্লাটফর্মে একাধিক ফিচারের উপর কাজ শুরু করেছেন। সকল ইউজারদের বিনামূল্যে অডিও-ভিডিও কল করার সুবিধা দিচ্ছে। শুধুমাত্র প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের কে এই সুবিধা দেওয়া হতো। এছাড়াও এলন মাস্ক অনলাইন পেমেন্ট ফিশারের উপরেও কাজ শুরু করেছেন।
আরও পড়ুনঃ
- এন্ড্রয়েড ফোনে প্যাটার্ন লক দিয়েছেন? বিপদ এড়াতে করণীয় জেনে নিন
- ইমেইল পাঠানোর পর তা ফিরিয়ে আনার উপায় (জিমেইল)
- গুগল ড্রাইভ কি এবং কিভাবে ব্যবহার করব?
- ISP এর পূর্ণরূপ কী? ISP কীভাবে কাজ করে?
- NFC কি? NFC কিভাবে কাজ করে?
- গুগল ফটোসের স্টোরেজ ক্লিয়ার করার উপায়
- ন্যানোটেকনোলজি কি? এর ব্যবহার ও সুবিধা-অসুবিধা
- জিমেইল আইডি কিভাবে খুলবো?
- VPN কি? VPN ব্যবহারের সুবিধা ও অসুবিধা কি কি?
- গুগল ম্যাপে কিভাবে লোকেশন এড করব
- কলয়েড কি? কলয়েডের বৈশিষ্ট্য